রাষ্ট্র সুযোগ দিলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সমাজের জন্য অনেক কিছু করতে পারেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে বক্তব্যককালে এই মন্তব্য করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের ৩ লাখ মসেজিদের ৬ লাখ ইমাম-মুয়াজ্জিন প্রতিনিয়ত এই রাষ্ট্রকে কিছু দেয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার এত বছর পরও এই রাষ্ট্র ইমাম-মুয়াজ্জিনদের কোনো অবদানের নূন্যতম স্বীকৃতি দেয়নি।
তিনি বলেন, আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয়, বাংলাদেশের পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যে কোনো প্রাকৃতিক দুর্যাগ যদি সফলভাবে মোকাবিলা করতে হয়, আমার বিশ্বাস ইমাম-মুয়াজ্জিনদের শুধু কাজের সুযোগ দিলে বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কিছুর তেমন প্রয়োজন হবে না।
আলোচিত এই ইসালমী বক্তা আরও বলেন, রাষ্ট্র সুযোগ দিলে ইমামরা অনেক কিছু করতে পারেন। রোহিঙ্গারা যখন আমাদের দেশে আশা শুরু করেছিলেন, সবার আগে তাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন ইমামরা। এভাবেই প্রতিটা বিপদে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েন ইমামরা।
তিনি বলেন, এদেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর যেমন অবদান আছে, তেমনি এদেশের মসজিদের মিম্বারগুলোর অবদানও কম নয়। এদেশকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তির একমাত্র ক্রেডিট ওলামাদের। আমরা যদি ভালো নাগরিক গড়ে তুলতে চাই তাহলে মসজিদগুলোকে আমাদের ওউন করতে হবে।
এমকে/টিএ