অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ, চীনের দাবির পর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে ভারত। সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের একজন ভারতীয় নারীকে হয়রানির অভিযোগ অস্বীকার করে চীন এই ভূখণ্ডের উপর তাদের দাবি পুনর্ব্যক্ত করার কয়েক ঘন্টা পরে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানায়।

এই ঘটনাটি, যা ইতিমধ্যেই কূটনৈতিক উদ্বেগ তৈরি করছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিতর্কিত বিবৃতির মাধ্যমে তা আরও তীব্র হয়ে ওঠে। যা আবারও অরুণাচল প্রদেশের উপর ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে।

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বেইজিংয়ের দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তারা ভারতীয় নাগরিকের সাথে আচরণের নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে আন্তর্জাতিক নিয়মের পাশাপাশি চীনের নিজস্ব অভিবাসন বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে, মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অরুণাচল প্রদেশের বিষয়ে নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য। চীনা পক্ষ যতই অস্বীকার করুক না কেন, এই অবিসংবাদিত বাস্তবতা পরিবর্তন হবে না।’
মুখপাত্র নিশ্চিত করেছেন, মন্ত্রণালয় বেইজিং এবং নয়াদিল্লি উভয় স্থানেই চীনের দাবি নিয়ে প্রতিবাদ জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, চীনের পদক্ষেপগুলো কেবল অপ্রতিরোধ্যই নয় বরং আন্তর্জাতিকভাবে গৃহীত প্রোটোকলের সরাসরি লঙ্ঘনও।

এদিকে, প্রেমা ওয়াং থংডোক নামের ওই যাত্রী, যিনি পশ্চিম কামেং জেলার রূপার বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন, ২১ নভেম্বর লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন এবং সাংহাইতে তিন ঘন্টার জন্য যাত্রাবিরতি করেছিলেন। কিন্তু তাকে হয়রানির শিকার হতে হয়।

থংডোক পরে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন, ‘২০২৫ সালের ২১ নভেম্বর আমাকে ১৮ ঘন্টারও বেশি সময় ধরে সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল... তারা আমার ভারতীয় পাসপোর্টকে অবৈধ বলে ঘোষণা করে কারণ আমার জন্মস্থান অরুণাচল প্রদেশ, যা তারা দাবি করেছিল যে এটি চীনা ভূখণ্ড।’

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং কোনো অন্যায় কাজ অস্বীকার করে জোর দিয়ে বলেন, যাত্রীকে কোনো বাধ্যতামূলক ব্যবস্থা, আটক বা হয়রানির শিকার করা হয়নি। মাও বলেন যে বিমানবন্দর কর্মকর্তারা আইন ও নিয়ম অনুসারে কাজ করেছেন এবং দাবি করেছেন যে বিমান সংস্থা যাত্রীকে খাবার, জল এবং বিশ্রামের জায়গা সরবরাহ করেছে।

তবে, মাওয়ের মন্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে তোলে যখন তিনি বেইজিংয়ের আঞ্চলিক দাবি পুনর্ব্যক্ত করেন। ‘জাংনান চীনের ভূখণ্ড। চীন কখনও ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকার করেনি।’

এই মন্তব্যের পরপরই ভারত তীব্র সমালোচনা করে। যেখানে বলা হয় যে বেইজিং আবারও প্রতিষ্ঠিত তথ্য বিকৃত করার এবং নিয়মিত ভ্রমণ প্রক্রিয়াকে রাজনীতিকরণের চেষ্টা করছে।
আরও পড়ুন:অরুণাচলের বিভিন্ন স্থানের নামকরণকে ‘সার্বভৌম সিদ্ধান্ত’ বললো চীন

ভারত অরুণাচল প্রদেশের উপর চীনের দাবি ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে, বলে আসছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে Dec 14, 2025
img
বাড্ডায় বাসে আগুন Dec 14, 2025
img
প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব Dec 14, 2025
img
ন্যাটোতে যোগ দেয়ার চিন্তা বাদ জেলেনস্কির Dec 14, 2025
img
হাতিয়ায় জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ Dec 14, 2025
img
হাদিকে হত্যাচেষ্টার আসল রহস্য উদঘাটন করতে হবে : পিপি ফারুকী Dec 14, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার Dec 14, 2025
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে বল করতেও প্রস্তুত গ্রিন Dec 14, 2025
বায়ার্নের ‘গোলমেশিন’ কেইনে মুগ্ধ কোচ ভিনসেন্ট কম্পানি Dec 14, 2025
img

ওসমান হাদিকে হত্যাচেষ্টা

আদালতে কি বললেন সেই মোটরসাইকেলটির মালিক? Dec 14, 2025
img
সাগরপাড়ে মিমের 'সাগরকন্যা' রূপে মুগ্ধ ভক্তরা Dec 14, 2025
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব Dec 14, 2025
img
এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা Dec 14, 2025
img
শুধু ভোটার নয়, রাজনীতিবিদরাও এখন বিপদে আছেন: দেবপ্রিয় Dec 14, 2025
img
আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে (পিএসএল) Dec 14, 2025
img
স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মেহজাবীন Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবী দিবসে গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান বলায় হট্টগোল Dec 14, 2025
img
৮ দফা ঘোষণায় জলবায়ু ন্যায্যতা সমাবেশের সমাপ্তি Dec 14, 2025
img
দেশে থাকা ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে : আদিলুর Dec 14, 2025
img
অভিষেক ম্যাচেই ২ রানে আউট বাবর আজম Dec 14, 2025