শাহজাহান চৌধুরীর কথাগুলো ঔদ্ধত্য, অজ্ঞতা, না কি মূর্খতা- প্রশ্ন মাসুদ কামালের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কিছু বক্তব্য দেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তার এসব বক্তব্য নিয়ে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। এ সময় শাহজাহান চৌধুরীর কথাগুলো কী ঔদ্ধত্য, না কি অজ্ঞতা? না কি মূর্খতা?- এমন প্রশ্ন তোলেন মাসুদ কামাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী আবার আলোচনায় এসেছেন। তবে এবারে আলোচনাটা পরের কোনো ঘটনা নিয়ে নয়, বরং আগে যে ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন, তারও আগের একটা ঘটনা আজকে প্রকাশিত হয়েছে। সেই একই কারণ যে উনি বক্তৃতা দিতে গিয়ে এমন সব কথা বলেছেন যে কথাগুলো স্বাভাবিকভাবে খুব একটা প্রশংসনীয় নয়। বিতর্কিত বলতেই পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর বলতে পারেন।

আগে যেটা প্রকাশিত হয়েছিল, এর আগে সেখানে উনি কি বলেছিলেন? জামায়াতে ইসলামীর সেই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও ছিলেন। এটা দু-দিন আগের ঘটনা। সেখানে উনি (শাহজাহান চৌধুরী) এমন সব কথা বলেছিলেন, যাতে না কি অনেকে বলেছিল যে জামায়াতের ভেতরের চিত্রটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি বলেছিলেন যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে, পুলিশ আমাদের পেছনে পেছনে ঘুরবে, আমরা যাকে বলব তার বিরুদ্ধে মামলা দিতে হবে, আমরা যাকে বলব তাকে গ্রেপ্তার করতে হবে- এ ধরনের কথা এবং সেখানে উনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে প্রশাসনিকভাবে হয়ত আপত্তিকর নয় কিন্তু অনেকে ধর্মীয়ভাবে সেটা আপত্তিকর মনে করতে পারেন।

সেখানে বলেছিলেন যে আমি মনে করি, আল্লাহতায়ালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেবেন। মানে উনি মনে করেন যে আল্লাহতায়ালা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এটা উনি কেন মনে করেন, কীভাবে মনে করেন, কি যুক্তিতে মনে করেন- সেটা উনার ব্যাপার। কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি নিজেও আলোচনা করেছিলাম।

তিনি বলেন, এখন উনার ১ মিনিট ৪০ সেকেন্ডের যে ভিডিওটা আবার নতুন করে আলোচনায় এসেছে। সে ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং এ সময় তিনি যে কথাটা বলেছিলেন, যে ভাষায় আমরা বুঝব, সেই ভাষায় অনুবাদ করলে, সেটা হলো- খবরদার! খবরদার! আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহতায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।

উনার এই যে বক্তব্যটা, সূর্য উনার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ উনাকে এরকম মর্যাদা দিয়েছেন, যারা উনাকে চেনেন না- তারা এখনো মাটির নিচে বসবাস করছেন, এই যে কথাগুলো এগুলো শুনে অনেকে তো ভাবতে পারেন লোকটার কি মস্তিষ্ক বিকৃত, না কি এগুলো কখনো হয়, আবার অনেকে ভাবতে পারেন, উনি কি অতিঅহংকারী কেউ না কি? উনি কি করে বলেন যে উনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, সূর্য দাঁড়িয়ে থাকার অর্থ মানে সময় স্থির হয়ে থাকবে। এটা হয়? পৃথিবীতে কারো জন্য হয়েছে? উনার জন্য বাদ দেন আপনি। এই পৃথিবীতে কারো জন্য কি সূর্য দাঁড়িয়েছিল কখনো? কোনো একটা মানুষের জন্য কি সময় স্থির ছিল? কখনো ছিল? আল্লাহ সেটা করবেন? 

তিনি আরো বলেন, উনি আল্লাহর উপর ভরসা করে বলছেন যে আল্লাহ উনাকে এতটাই সম্মান দিয়েছেন যে উনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবেন। তাহলে এটা কি ঔদ্ধত্য, না কি অজ্ঞতা? না কি মূর্খতা? কী? এই যে কথাগুলো উনি বলেন, কেন বলেছেন? উনি এখানে অবশ্য একজনকে হয়ত হুমকি দিয়ে কথাগুলো বলেছেন বলে মনে হয়। কারণ তার পরের আরেকটা বাক্য এরকম যে চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবা। মানে যদি আমি সহজ ভাষায় বলি যে উল্টাপাল্টা করো না, তাহলে তুমি কিন্তু পঙ্গু হয়ে যাবে। এটা কি হুমকি? এ সমস্ত পয়েন্ট আলোচনায় আসছে। অলরেডি আসা শুরু করেছে। সবচেয়ে বড় কথা হলো একজন মানুষ কেন এই ধরনের কথা বলেন?

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

কমলা গাউনে ঝড় তুললেন ফারিন খান Dec 11, 2025
আশনা হাবিব ভাবনার অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সাহসী বক্তব্য Dec 11, 2025
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি Dec 11, 2025
বিশ্বকাপে মিসর–ইরান ম্যাচ আলোচনায় Dec 11, 2025
img
আমাদের একটাই উদ্দেশ্য- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি Dec 11, 2025
যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাদিক কায়েম Dec 11, 2025
সেনা সংকট চরমে: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত ৩ লাখ Dec 11, 2025
২০২৫ সাল হবে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর Dec 11, 2025
img
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার Dec 11, 2025
img
‘রাজাকারের বাচ্চা’ বলা শিক্ষককে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া Dec 11, 2025
img
তফসিলে সন্তুষ্ট বিএনপি, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে: মির্জা ফখরুল Dec 11, 2025
img
নির্বাচনে প্রতি উপজেলায় কাজ করবেন ২ জন ম্যাজিস্ট্রেট Dec 11, 2025
img
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী ওয়েন অ্যালটন Dec 11, 2025
img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর Dec 11, 2025
img
সবার সহযোগিতায় সুপ্রিম কোর্ট সচিবালয় পেয়েছি : প্রধান বিচারপতি Dec 11, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে ২ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ Dec 11, 2025
img
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন Dec 11, 2025
img
গৌরব খান্নার সঙ্গে প্রেম গুঞ্জনের জবাবে মুখ খুললেন অনুপমা’র নিধি Dec 11, 2025
img
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি Dec 11, 2025
img
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি Dec 11, 2025