পপতারকা টেইলর সুইফটের সাথে ট্র্যাভিস কেলসির বাগদানের পর থেকে তাদের সম্পর্ক হলিউডের সবচেয়ে হট টপিক। টেইলরকে এই সম্পর্ক নিয়ে সবসময় খোলামেলা কথা বলতে দেখা যায়। তবে এই প্রথম তার বাগদত্তা ট্র্যাভিস তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন।
৩ ডিসেম্বর (বুধবার) ফুটবল তারকা ট্র্যাভিস কেলসি এক পডকাস্টে তাদের সম্পর্ক নিয়ে চমকপ্রদ তথ্য জানান। তিনি বলেন, ‘সুইফটের সাথে আমার সম্পর্ক শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ। আড়াই বছরের সম্পর্কে একবারও ঝগড়া করিনি। একদিনও না।’
পডকাস্টটির সঞ্চালক মজার ছলে বলেন, ‘আসলে কেউই জিতবে না। তাহলে ঝগড়া করে লাভ কী?’
গত অক্টোবর মাসে এক পডকাস্টে টেইলর সুইফট তাদের সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, ‘ট্র্যাভিসের কাজের প্রতি গভীর আগ্রহ আমাকে মুগ্ধ করে। আমিও আমার কাজ নিয়ে ঠিক তেমনই। আর এই জিনিসটাই আমাদের দু’জনকে এক করে রাখে।’
ট্র্যাভিস- সুইফট জুটি ২০২৬ সালের গ্রীষ্মের শুরুতে আইল্যান্ডে বিলাসবহুল সমুদ্রপাড়ের প্রাসাদে বিয়ের পরিকল্পনা করছেন।
কেএন/এসএন