আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে মাঠে নামবো: লিওনেল স্কালোনি

প্রায় সাড়ে তিন দশকের শিরোপাখরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। লিওনেল জুটি (স্কালোনি-মেসি) সেই সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপের দখল ধরে রাখার মিশনে নামবে ২০২৬ আসরেও। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফার এই মেগা টুর্নামেন্টের ড্র ‍অনুষ্ঠিত হয়েছে। যেখানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আলবিসেলেস্তেরা। যদিও কোচ স্কালোনি সতর্ক, কাউকে সহজ ভাবতে রাজি নন। 

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। আজ (রোববার) রাতে দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত করবে ফিফা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে। 

ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্র অনুষ্ঠানে হাজির হন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপও বাগিয়ে নিতে পুরোনো পরিকল্পনা অনুসারেই আগাতে চান এই আর্জেন্টাইন কোচ, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে নামব এবং একই কাজটাই করার চেষ্টা করব যা গত বিশ্বকাপে করেছি। আমাদের যতটুকু করা সম্ভব সবই করব, কিছুতেই হাল ছাড়ব না।’



গ্রুপপর্বে সেভাবে বড় পরীক্ষার সম্ভাবনা না থাকলেও, আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ সামলাতে হতে পারে দ্বিতীয় রাউন্ডে ৩২ দলের লড়াইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের কেউ। ওই গ্রুপে লড়বে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এবং প্রথমবার বিশ্বকাপে নাম লেখানো সবচেয়ে কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এই প্রসঙ্গে স্কালোনি বলছেন, ‘২০২২ বিশ্বকাপের মতো করেই বলি, এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আপনাকে ম্যাচ খেলতে হবে। ক্রসওভার কঠিন হবে গ্রুপ এইচের সঙ্গে। তবে তার আগে আমাদের প্রথম রাউন্ড পেরোতে হবে, এরপর দেখা যাক।’

গ্রুপপর্বের প্রতিপক্ষ নিয়েও প্রশংসা ঝরেছে আলবিলেস্তে কোচের কণ্ঠে। আলজেরিয়াকে ‘দুর্দান্ত কিছু ফুটবলারদের সমন্বয়ে ভালো দল’ উল্লেখ করে কোচ ভ্লাদিমির পেতকোভিচের প্রশংসা করেন স্কালোনি। যিনি আগে এই আর্জেন্টাইন কোচের গুরু ছিলেন ইতালিয়ান ক্লাব লাজিওতে। এ ছাড়া ইউরোপীয় বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপসেরা হয়ে আসায় অস্ট্রিয়ার প্রশংসা করলেও, অভিষেক বিশ্বকাপ খেলতে যাওয়া জর্ডান কিছুটা অপরিচিত স্কালোনির কাছে। সে কারণে তিনি বলছেন, ‘আর্জেন্টিনা কোনো কিছুই (জয়-পরাজয়) নিশ্চিত মনে করছে না।’
 
এর আগে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল দারুণ হতাশার। ২-১ গোলে হেরে আসর শুরু করে লিওনেল মেসিরা। জর্ডান প্রসঙ্গ আসায় সৌদি আরব ম্যাচকেই স্মরণ করলেন স্কালোনি, ‘আমাদের সেই অভিজ্ঞতা আছে, তাই ম্যাচটা (স্বাভাবিকভাবে) খেলতে হবে।’ ফলে আর্জেন্টাইন ফুটবলভক্তরা যে গ্রুপ সহজ হয়েছে বলে কিছুটা স্বস্তিতে আছেন, তেমনটা ভাবতে রাজি নন বিশ্বকাপজয়ী এই কোচ।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের হাইকমিশনারকে কঠিন হুসিয়ারী দিলেন হাসনাত আবদুল্লাহ Dec 17, 2025
img
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
রোমাঞ্চ নিয়ে ফের পর্দায় ‘ফলআউট’ Dec 17, 2025
img
সমালোচনার পর শাড়িতে ধরা দিলেন স্বস্তিকা! Dec 17, 2025
img
বড়দিন উপলক্ষে কুকিজ তৈরিতে ব্যস্ত রিদ্ধিমা ও ধীর Dec 17, 2025
img
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে বাড়তি সতর্কতা, বিশেষ নিরাপত্তায় পুলিশ Dec 17, 2025
img
বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে Dec 17, 2025
img

নৌ অবরোধ আরোপের ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলাকে চারদিক থেকে ঘিরে ফেলল যুক্তরাষ্ট্র Dec 17, 2025
img
বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা Dec 17, 2025
img
কস্টিউম ডিজাইনার্স গিল্ডের ‘স্পটলাইট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কেট হাডসন Dec 17, 2025
img
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ Dec 17, 2025
img
নিজের স্ত্রীকে যুবকের সঙ্গে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী Dec 17, 2025
img
হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন চমক Dec 17, 2025
img
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেপ্তার Dec 17, 2025
যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞায় যুক্ত হলো ফিলিস্তিনসহ সাত দেশ Dec 17, 2025
বিশ্বকাপে মাত্র ৬০ ডলারে “সাপোর্টার এন্ট্রি টিয়ার” টিকিট Dec 17, 2025
img
জানা গেলো খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলামের পরিচয় Dec 17, 2025
img
মুন্সীগঞ্জে যুবলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার Dec 17, 2025
img
‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের Dec 17, 2025
img
‘আগের চাইতে কয়েক শ গুণ বেশি কথা বলব’,হুমকি প্রসঙ্গে বান্নাহ Dec 17, 2025