মরক্কো ম্যাচকে কঠিন ভাবছে ব্রাজিল কোচ আনচেলত্তি

‘আরেকটু সহজ হতে পারত’, বিশ্বকাপের ড্র শেষ হওয়ার পর নিজেদের গ্রুপ নিয়ে বললেন কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচেই মরক্কোর মুখোমুখি হবে তারা। শুরুতেই কঠিন ম্যাচ পেলেও গ্রুপ সেরা হতে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। আর মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বললেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য অনেক বড় সম্মানের।

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অনুষ্ঠিত আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। সেখানে মরক্কো ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে বিশ্বসেরার মঞ্চে। দল বেড়ে যাওয়ায় এবং টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন আসায় এবার আগের মতো কোন গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলা কঠিন। সত্যিকার অর্থে তেমন কঠিন লড়াইয়ে হয়তো পড়তে হবে না বড় কোনো দলকে। তবুও নিজেদের গ্রুপকে কঠিন বলছেন আনচেলত্তি।



বিশ্বকাপে কেবল একবারই মরক্কোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ১৯৯৮ আসরে ৩-০ গোলে জিতেছিল তারা। সব মিলিয়ে আফ্রিকার দলটির বিপক্ষে তিনবার খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষটি ২০২৩ সালে, যেখানে তেতো অভিজ্ঞতা হয় ব্রাজিলের, প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা।

এবারের বিশ্বকাপের বাছাই পর্বেও বেশ ভুগেছে ব্রাজিল। শেষ পর্যন্ত মূল পর্বে জায়গা করে নিলেও এখনও সেরা ছন্দে নেই ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতা সেলেসাওরা। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনচেলত্তিও। ক্লাব ফুটবলের সফল এই কোচ নিজেদের লক্ষ্যের কথা বললেন।

“গ্রুপে আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছি। মরক্কোর বিপক্ষে প্রথম ম‍্যাচে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ড্র তো ড্রই। ড্র হয়তো আরও কিছুটা সহজ হতে পারত, তবে এটা একটু কঠিন। আমাদের লক্ষ‍্য পরিষ্কার, গ্রুপে প্রথম হওয়া।”

গত বিশ্বকাপে চমক দেখায় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বৈশ্বিক আসরে সেমি-ফাইনালে খেলে তারা। এই পথচলায় তারা হারায় স্পেন, পর্তুগালের মতো দলকে। এবার শুরুতেই তারা পাচ্ছে ব্রাজিলকে।

রেগরাগির কোচিংয়েই গত বিশ্বকাপে একের পর এক সাফল্য পেয়েছিল মরক্কো। সব কিছু ঠিক থাকলে বিশ্ব মঞ্চে এবারও তাদের ডাগআউটে থাকবেন রেগরাগি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি।

“ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন‍্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন‍্য তারা একটা উদাহরণ।স্কটল‍্যান্ডের প্রতিও আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সত‍্যি বলতে গেলে, এটা হবে দারুণ এক লড়াই। আশা করি, সেরা দলই জিতবে।”

স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্কের ভাবনা আবার ভিন্ন। তারা ছাড়া গ্রুপে ইউরোপের আর দল নেই। লাতিন আমেরিকার ব্রাজিল, আফ্রিকার মরক্কো এবং কনকাকাফের হাইতি।

“একটা বড় ব‍্যাপার আমার মাথায় ঘুরছে, গ্রুপে ইউরোপের (আর) কোনো দল নেই। তাই আমরা তিনটি ভিন্ন মহাদেশের তিনটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলব। বিশ্বকাপ তো এমনই। তাই আমি মনে করি, এটা ভালো একটা ড্র।”

২০২২ বিশ্বকাপে ক‍্যামেরুনের কোচিং স্টাফে ছিলেন সেবাস্তিয়াঁ মিয়েহ। সেবার ব্রাজিলের গ্রুপে ছিল ক্যামেরুন। আগেই পরের ধাপ নিশ্চিত করা ব্রাজিলকে গ্রুপ পর্বে ১-০ গোলে হারিয়েছিল তার দল ক্যামেরুন।

এবার হাইতির প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন মিয়েহ। আর আসছে আসরেও গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাচ্ছেন তিনি। কঠিন সেই ম্যাচটিকে নিজেদের সামর্থ্য দেখানোর মঞ্চ হিসেবে দেখছেন মিয়েহ।

“আমার জাতীয় দলের নিজেদের (সামর্থ্য) দেখানোর দারুণ একটা সুযোগ হবে এটা। ব্রাজিলের বিপক্ষে ম‍্যাচ নিঃসন্দেহে কঠিন হবে।” আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৯ জুলাই।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
শোয়েব আখতারের সঙ্গে ফ্রেমবন্দি বিদ্যা সিনহা মিম Dec 17, 2025
img
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম Dec 17, 2025
img
‘ধুরন্ধর’ দেখে কী প্রতিক্রিয়া ২৬/১১'র প্রত্যক্ষদর্শীর? Dec 17, 2025
img
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান Dec 17, 2025
img
জামায়াতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি Dec 17, 2025
img
সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ আর নেই Dec 17, 2025
img
বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’, রেকর্ড ভেঙে ছুটছে রণবীরের ছবি Dec 17, 2025
img
তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন Dec 17, 2025
img
কেউ নির্বাচন থেকে সরে গেলে এটা তার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
জালিয়াতির মামলায় কারাগারে পরিচালক বিক্রম ভাট Dec 17, 2025
img
সাবেক স্ত্রীর করা মামলায় ১ মাসের অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম Dec 17, 2025
img
ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন ও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের Dec 17, 2025
img
বাস্তবে শাকিবের মুখে ‘জিল্লু মাল দে’, সংলাপ শুনে কি বললেন সিনেমার জিল্লু? Dec 17, 2025
img
বেঁচে ফেরাটাই ভুল হয়েছে : নচিকেতা Dec 17, 2025
img

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনালের Dec 17, 2025
img
আরিফিন শুভ'র ‘জ্যাজ সিটি’-তে সত্তরের রেট্রো লুক বলিউডে ঝড় তুলতে প্রস্তুত Dec 17, 2025
img
শিক্ষিত মানুষের নীরবতা আপসেরই শামিল: শিক্ষা উপদেষ্টা Dec 17, 2025
img
বিচ্ছেদের কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী Dec 17, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে : গভর্নর Dec 17, 2025
img
ব্যক্তিগত জীবনে ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার Dec 17, 2025