স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী

২০১৩ সালে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের একটি পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর পরেরটা আপনাদের সবারই জানা, ২০২৪ সালের ২৩ জুন এ তারকা জুটি সাতপাকে বাঁধা পড়েন।

যদিও ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সোনাক্ষী সিনহা। দীর্ঘ সময় তারা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি।

তবে কাছের মহলে সেই সম্পর্কের কথা জানা ছিল। তাদের অভিজ্ঞতা থেকে শুরু করে আন্তঃধর্মীয় বিয়ের চাপ, সবকিছুর মধ্য দিয়ে সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক যেন একটি বাস্তব বার্তা। সম্পর্ক নিখুঁত না হলেও বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত সম্পর্ককে নতুন শক্তি দিতে পারে বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।



সামাজিক মাধ্যমে এ তারকা দম্পতির খুনসুটি, রসিকতা আর স্বাভাবিক হাসিখুশির মুহূর্তগুলো অনেকের কাছেই ‘আদর্শ’ দাম্পত্যের প্রতীক হয়ে উঠেছে। বিয়ের পর সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালকে সিনেমাঙ্গনের একটি আদর্শ সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা যায়। তবে এই সুখের পথটা মোটেও সহজ ছিল না। বিয়ের আগে তাদের সাত বছরের দীর্ঘ প্রেমজীবনে এমন একসময় এসেছিল, যখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলেন সোনাক্ষী সিনহা। তার আর জাহিরের প্রেম যখন তিন বছরে পা রেখেছিল, তখন সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়।

অভিনেত্রী বলেন, তখন এত ঝামেলা হচ্ছিল যে মনে হতো শুধু চুল ছেঁড়াছেঁড়ি করাটাই বাকি ছিল। আমরা একে অপরকে বুঝতেই পারছিলাম না।কোনো কথাই যেন কাজে আসছিল না। সম্পর্কটা কোথায় যাচ্ছে, সেটাও বুঝে উঠতে পারছিলাম না।

তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই তারা পেশাদার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। কাপল থেরাপি নেন।

কাপল থেরাপির অভিজ্ঞতা প্রসঙ্গে সোনাক্ষী বলেন, আমি বিষয়টি খুব খোলামনেই নিয়েছিলাম। এখন মনে হয়, সেটাই ছিল সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। মাত্র দুটি সেশনেই আমরা আবার নিজেদের জায়গায় ফিরে আসি। তখন বুঝতে পারি, আমার সামনে থাকা মানুষটা আসলে কী চাইছে, কী বলতে চাইছে।

বিয়ের পর জীবনে কী পরিবর্তন এসেছে, এমন প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, জাহির ইকবালকে বিয়ে করার পরও নিজেকে তিনি এখনো ‘স্ত্রী’ নয়, ‘বান্ধবী’ হিসেবেই ভাবতে ভালোবাসেন। অভিনেত্রী বলেন, বিয়ে আমার জীবন খুব একটা বদলায়নি। এখনো নিজেকে জাহিরের বান্ধবী ভাবতেই ভালো লাগে। একটাই পার্থক্য, এখন মা–বাবার বাড়ির বদলে ওর সঙ্গে থাকছি।

তিনি বলেন, বিয়ের আগে যেমন কাজ করতাম, এখনো তেমনই করছি। বরং জীবনটা আরও সুন্দর হয়ে উঠেছে। এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে জীবনের খুঁটিনাটি বিষয় শেয়ার করে নিতে পারি। জাহির আমার সবচেয়ে বড় সমর্থন আর শক্তি। ছোট ছোট বিষয়েও ওর পরামর্শ নিই, যদিও কখনো কখনো মনে হয়, একটু স্বাধীনচেতা হওয়াও দরকার বলে জানান সোনাক্ষী।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ডি পল কেন স্যান্ডো গেঞ্জি পরে মাঠে এসেছিলেন? Dec 14, 2025
img
অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মোমো Dec 14, 2025
img

আইপিএল মক নিলাম

৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেল তানজিম সাকিব! Dec 14, 2025
img
যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত Dec 14, 2025
সফলতার কুরআনিক কোড | ইসলামিক টিপস Dec 14, 2025
img
সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ Dec 14, 2025
img

প্রধান উপদেষ্টাকে জামায়াত সেক্রেটারি

হাদির ওপর হামলায় জড়িত গডফাদাররা চিহ্নিত না হলে নির্বাচন সুষ্ঠ হবে না Dec 14, 2025
img
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে Dec 14, 2025
img
বাড্ডায় বাসে আগুন Dec 14, 2025
img
প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব Dec 14, 2025
img
ন্যাটোতে যোগ দেয়ার চিন্তা বাদ জেলেনস্কির Dec 14, 2025
img
হাতিয়ায় জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ Dec 14, 2025
img
হাদিকে হত্যাচেষ্টার আসল রহস্য উদঘাটন করতে হবে : পিপি ফারুকী Dec 14, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার Dec 14, 2025
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে বল করতেও প্রস্তুত গ্রিন Dec 14, 2025
বায়ার্নের ‘গোলমেশিন’ কেইনে মুগ্ধ কোচ ভিনসেন্ট কম্পানি Dec 14, 2025
img

ওসমান হাদিকে হত্যাচেষ্টা

আদালতে কি বললেন সেই মোটরসাইকেলটির মালিক? Dec 14, 2025
img
সাগরপাড়ে মিমের 'সাগরকন্যা' রূপে মুগ্ধ ভক্তরা Dec 14, 2025
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব Dec 14, 2025
img
এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা Dec 14, 2025