ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ফোন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদোর সম্পর্ক এখন উষ্ণ ও পারস্পরিক প্রশংসাপূর্ণ। এই সম্পর্কের শুরু হয়েছিল যখন পর্তুগিজ মহাতারকা নিজেই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্পের সঙ্গে দেখা করার। রোনালদো তখন ট্রাম্পকে ‘বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এমন লোকদের একজন' বলে অভিহিত করেছিলেন।

গত মাসে রোনালদোর সেই ইচ্ছা পূরণ হয়, তিনি সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবে হোয়াইট হাউসের এক নৈশভোজে অংশ নেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেন। এ সময় ট্রাম্প রোনালদোকে প্রশংসা করে বলেন, 'অসাধারণ একজন মানুষ, কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও।’

ট্রাম্প মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। নৈশভোজে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর রোনালদো এখানে আছে। ব্যারন তার সঙ্গে দেখা করতে পেরেছে, আর আমি মনে করি শুধু আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কারণে সে তার বাবাকে একটু বেশি সম্মান করছে। আপনাদের দু’জনকে ধন্যবাদ। সত্যিই এটি একটি সম্মান।’



হোয়াইট হাউসও ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেয় ‘Two GOATs’। ট্রাম্প রোনালদোকে হোয়াইট হাউসের স্বর্ণের প্রতীকী চাবিও উপহার দেন—যা বিশেষ অতিথিদের দেওয়া হয়। আর এবার ফোনকল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো, মহান ফুটবলার, আমাকে ফোন করে হোয়াইট হাউস ও ওভাল অফিসে তার সফরের জন্য ধন্যবাদ জানালেন। কী অবিশ্বাস্য মানুষ তিনি, কেবল অ্যাথলিট হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও। এর থেকে ভালো আর কেউ হয় না!’

৪০ বছর বয়সী রোনালদো হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেওয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার দুই বোন এলমা ও ক্যাটিয়া অ্যাভেইরো ভাইকে জোরালোভাবে সমর্থন করেছেন।

এলমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘এই ভাঁড়গুলো এখনও বুঝতে পারেনি যে, অন্যদের মতামত নিয়ে সে এক বিন্দুও ভাবে না? এটা তাদের জন্য নয় যারা চায়, বরং তাদের জন্য যারা সামলাতে পারে। ওদের বলার মতো আর কিছু নেই, ধুর।’

অন্যদিকে ক্যাটিয়া একটি ভিডিওতে বলেন, ‘সবকিছু ছিল শুধু কাজের ফল, যেটা অনেক সমালোচক শুধুই শুনে এসেছে। হোয়াইট হাউসে একটি সফর, আর সঙ্গে সঙ্গে যেন এক আবেগের পারমাণবিক বিস্ফোরণ! ভণ্ডামির শেষ নেই। এমন এক হুঙ্কার ওঠেছে যে ভয় লাগে। যেন ক্রিশ্চিয়ানো দুনিয়ার শেষ ঘোষণা করেছে।’

আল-নাসরের হয়ে রোনালদো দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন। এই বয়সেও অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখে। মাত্র নয় ম্যাচে ১০ গোল করেছেন এবং লিগের শীর্ষ গোলদাতাদের একজন। প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের মাইলস্টোনের দিকেই এগোচ্ছেন তিনি। আল-নাসরের পরবর্তী ম্যাচ ১০ ডিসেম্বর আল ওয়াহদার বিপক্ষে এক প্রীতি ম্যাচ। আর রোনালদো নিশ্চিত করেছেন, আসন্ন বিশ্বকাপই হবে পর্তুগালের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট। তাহলে কি সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে আরেকবার দেখা হতে পারে?

গত মাসে রোনালদো বলেছিলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন, "ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপ জেতা কি তোমার স্বপ্ন?"- না, এটা আমার স্বপ্ন নয়।

বিশ্বকাপ জিতলেও আমার নাম ফুটবলের ইতিহাসে আর বদলাবে না, আমি মিথ্যা বলব না। আমি যা নিশ্চিত জানি তা হলো, আমি মুহূর্তটাকে উপভোগ করব। এই মুহূর্তই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখনো কোয়ালিফাই করিনি। মুহূর্ত উপভোগ করাই আসল।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা Dec 14, 2025
img

উইমেন’স বিগ ব্যাশ

লির দুর্দান্ত ইনিংসে প্রথমবারের মতো শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স Dec 14, 2025
img
দেশকে যারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাদের ছাড় দেয়া হবে না: প্রিন্স Dec 14, 2025
img

লিগ ওয়ান

মেজের বিপক্ষে ৩-২ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পিএসজি Dec 14, 2025
img

ইসির পরিপত্র জারি

গণভোটের ব্যালট হবে গোলাপী, ফেলতে হবে একই বক্সে Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতে শীর্ষ চারে চেলসি Dec 14, 2025
img
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার Dec 14, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে : জবি উপাচার্য Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভসের ২ আত্মঘাতী গোলে জয়ে ফিরল আর্সেনাল Dec 14, 2025
img
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা Dec 14, 2025
img
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি পুত্রের প্রাণহানি Dec 14, 2025
img
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

ফেরার ম্যাচে সালাহর অ্যাসিস্ট ও একিটিকের জোড়া গোলে ব্রাইটনকে হারাল লিভারপুল Dec 14, 2025
img
হাদির ঘটনায় সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Dec 14, 2025
img
ফিরছেন তারেক রহমান, বাস ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Dec 14, 2025
img
নিজের খুশি-স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অক্ষয় খন্না Dec 14, 2025
img
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ Dec 14, 2025
img
আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস Dec 14, 2025
img
ওসমান হাদির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির Dec 14, 2025
img
মুস্তাফিজের খরুচে বোলিং, রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেল দুবাই ক্যাপিটালস Dec 14, 2025