চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে নগর সেবা ব্যবস্থা জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বন্দরনগরীর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সমন্বিত নগর সেবা ব্যবস্থা জরুরি, যা নগর সরকার ছাড়া সম্ভব নয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চসিক কার্যালয়ে আমেরিকান দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

প্রতিনিধি দলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সেলর ইরিক গিলান এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামের উন্নয়ন সেবায় একাধিক সংস্থা আলাদাভাবে কাজ করায় সমন্বয়ের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এক সংস্থা সড়ক নির্মাণ করে, কিছুদিনের মধ্যেই অন্য সংস্থা এসে তা কেটে ফেলে। একই প্রকৃতির প্রকল্পও বিভিন্ন সংস্থা আলাদাভাবে বাস্তবায়ন করছে। এই সমন্বয়হীনতা নগরের পরিকল্পিত উন্নয়নের বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি জানান, নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে। নগর সরকার প্রতিষ্ঠা হলে মেয়রের হাতে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা থাকায়, নগরের সব উন্নয়ন সংস্থাকে সমন্বয় করে একটি নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

তিনি জানান, নগরকে নিরাপদ করতে সিসিটিভি নজরদারি জোরদারের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প নেওয়া করা হয়েছে। প্রথম ধাপে প্রধান সড়কগুলো এবং পরবর্তী ধাপে লেন ও বাই-লেনগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনা হবে।

চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া টেকসই নগর উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু, গুরুত্বপূর্ণ মোড়ে ব্রেস্টফিডিং সেন্টার স্থাপন, নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য কেনার স্মার্ট কার্ড বিতরণ এবং শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরজুড়ে খেলার মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে স্থিতিশীল আইন-শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। একটি নির্বাচিত সরকারই দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন– চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল এবং রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
তফসিলকে স্বাগত জানিয়ে ইসির নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে এনসিপির প্রশ্ন Dec 11, 2025
img
তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায়: মির্জা ফখরুল Dec 11, 2025
কমলা গাউনে ঝড় তুললেন ফারিন খান Dec 11, 2025
আশনা হাবিব ভাবনার অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সাহসী বক্তব্য Dec 11, 2025
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি Dec 11, 2025
বিশ্বকাপে মিসর–ইরান ম্যাচ আলোচনায় Dec 11, 2025
img
আমাদের একটাই উদ্দেশ্য- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি Dec 11, 2025
যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাদিক কায়েম Dec 11, 2025
সেনা সংকট চরমে: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত ৩ লাখ Dec 11, 2025
২০২৫ সাল হবে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর Dec 11, 2025
img
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার Dec 11, 2025
img
‘রাজাকারের বাচ্চা’ বলা শিক্ষককে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া Dec 11, 2025
img
তফসিলে সন্তুষ্ট বিএনপি, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে: মির্জা ফখরুল Dec 11, 2025
img
নির্বাচনে প্রতি উপজেলায় কাজ করবেন ২ জন ম্যাজিস্ট্রেট Dec 11, 2025
img
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী ওয়েন অ্যালটন Dec 11, 2025
img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর Dec 11, 2025
img
সবার সহযোগিতায় সুপ্রিম কোর্ট সচিবালয় পেয়েছি : প্রধান বিচারপতি Dec 11, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে ২ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ Dec 11, 2025
img
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন Dec 11, 2025
img
গৌরব খান্নার সঙ্গে প্রেম গুঞ্জনের জবাবে মুখ খুললেন অনুপমা’র নিধি Dec 11, 2025