দেশে একটু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই নির্বাচন কমিশনের একমাত্র উদ্দেশ্য বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই নির্বাচনটি আমাদের এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ। এটি ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’
ভোট একজন ভোটারের নাগরিক পবিত্র দায়িত্ব বলে জানান সিইসি। তিনি বলেন, ‘ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু ভোটগ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে।’
এ সময় পরিবারের সব ভোটারকে নিয়ে আনন্দ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে সবাইকে আহ্বান জানান সিইসি।
কেএন/টিকে