সপ্তাহ দুয়েকের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন অভিজ্ঞতা হলো চেলসির। ৫৪ মিনিট পর্যন্ত লিডে থাকা ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়লো তারা।
মঙ্গলবার (৯ ডিসেম্ব) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তার কাছে ২-১ ব্যবধানে হেরেছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে উড়ছিল চেলসি। তাদেরকে মাটিতে নামিয়ে আনলো প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ইংলিশ লিগটিতে সবশেষ তিন ম্যাচে জয়হীন তারা। এর মধ্যে আর্সেনালের বিপক্ষে ১-১ ও বোর্নমাউথের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও, লিডস ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ৩-১ ব্যবধানে। সে তিক্ত অভিজ্ঞতা গুছিয়ে নিতে তারা মাঠে নেমেছিল আতালান্তার বিপক্ষে।
প্রতিপক্ষের মাঠে লড়াইটা চালিয়েছিল সমানতালে। এর মধ্যে ২৫তম মিনিটে রিস জেমসের ক্রস থেকে দলকে লিড এনে দেন জোয়াও পেদ্রো। সে লিড চেলসি ধরে রেখেছিল ম্যাচের ৫৪তম মিনিট পর্যন্ত। ৫৫তম মিনিটে চেলসির রক্ষণ দেয়াল ভেঙে গোল আদায় করে নেন জিয়ানলুকা স্কামাক্কা।
সমতায় ফেরে আতালান্তা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ফের লড়াই চালিয়ে যায় দুদল। ৮৩তম মিনিটে চেলসির রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। ডে রুনের কাছ থেকে বল পেয়ে নিচু শটে দলকে এগিয়ে দেন চার্লস দে কেতেলারে। লিড পেয়ে যায় আতালান্তা।
শেষদিকে সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল চেলসি, কিন্তু মার্কো কারনেসেচির দুর্দান্ত সেভে গোল বঞ্চিত হন পেদ্রো।
৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আতালান্তা।
এমআর