তেল ট্যাংকার আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে দেশটি বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়; বরং ‘এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য।’

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়’। তিনি আরও বলেন, ‘আরও কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।
এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে।

পরে দেয়া দীর্ঘ ওই বিবৃতিতে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই হামলার কথা স্বীকার করেছেন’ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য সবসময়ই ‘কোনও ধরনের ক্ষতিপূরণ দেয়া ছাড়াই ভেনেজুয়েলার তেল দখল করা’।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসন ‘আমাদের জ্বালানি সম্পদ লুটের একটি পরিকল্পিত উদ্যোগ’। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের আসল কারণ ‘অবশেষে প্রকাশ্যে এসেছে’। আর তা হলো— ‘এটা অভিবাসন নয়। এটা মাদক পাচার নয়। এটা গণতন্ত্র বা মানবাধিকার নয়। এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি— যা একমাত্র ভেনেজুয়েলার জনগণের।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে বলা হয়, ভেনেজুয়েলা সব আন্তর্জাতিক সংস্থায় এ ঘটনাকে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে তুলে ধরবে এবং ‘নিজেদের সার্বভৌমত্ব, সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।’

এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও এমন পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে। একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ট্যাংকার আটক করার মিশনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি যুদ্ধজাহাজ থেকে চালানো হয়েছিল। অভিযানে দুটি হেলিকপ্টার, কোস্ট গার্ডের ১০ সদস্য, মেরিন কর্পসের ১০ সদস্য এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেয়।

সূত্রটি আরও জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযানের বিষয়ে অবগত ছিলেন এবং ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যবদ্ধ করে : ঢাবি ভিসি Dec 16, 2025
img
বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা Dec 16, 2025
img
বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়া নিয়ে শোয়েব আখতারের মন্তব্য Dec 16, 2025
img
ওয়াংখেড়েতে মেসিকে দাঁড় করিয়ে সংবর্ধনা, রোষের মুখে ২ অভিনেতা Dec 16, 2025
img
আজ বিকেলে গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয় Dec 16, 2025
img
প্রথম আইবুড়ো ভাত খেলেন মধুমিতা-দেবমাল্য! Dec 16, 2025
img
সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার Dec 16, 2025
img
সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধের ফটক Dec 16, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন Dec 16, 2025
img
ভারতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারাল ৪ Dec 16, 2025
img
নির্বাচন ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা Dec 16, 2025
img
সিডনির বন্ডাই বিচে হামলাকারীদের আইএসের সঙ্গে যোগ থাকতে পারে : অ্যান্থনি আলবানিজ Dec 16, 2025
img
নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: জামায়াত আমির Dec 16, 2025
img
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার কার্দি বি Dec 16, 2025
img
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা Dec 16, 2025
img
দূষিত শহরের তালিকায় ৪র্থ স্থানে রাজধানী ঢাকা Dec 16, 2025
img
আজ ঢাকায় সকালের তাপমাত্রা ১৭ ডিগ্রি, দিনের আবহাওয়া থাকবে শুষ্ক Dec 16, 2025
img

পোস্টাল ভোট

ভারত থেকে ১৫৫ প্রবাসীর নিবন্ধন Dec 16, 2025
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি | ১৫ ডিসেম্বর, ২০২৫ Dec 16, 2025
img
কামিন্সকে নিয়ে তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া Dec 16, 2025