পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে নিখোঁজ হওয়ার দুইদিন এবং পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত। 

এর আগে ভারতের ওপারে ভাগিরথী নদী থেকে বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের(২৮) লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ। তবে পরিবারের দাবি বাখের আলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ) গুলি করে তার লাশ নদীতে ফেলে দেয়। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে লাশ ফেরত দেয় তারা। 

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তোশিকুর ইসলামের লাশ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ লাশ গ্রহণ করেন।

তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছোররা গুলির চিহ্ন রয়েছে। লাশ গ্রহণের পর রাতেই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

তোশিকুরের বাবা ইব্রাহিম বলেন, আমাদের নিজেদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে আমার ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। এর পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে পুলিশ লাশ ফেরত দেয়। তারপর শুনছি বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে, তবে কীভাবে মেরেছে সেটা বলতে পারব না। এলাকার দুই মেম্বারের মাধ্যমে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানানো হয়।

তৌশিকুরের ভাই উজির আলী জানান, সে ইনডিয়ার সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি ভারতের নদীতে আমার ভায়ের লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুরের পুলিশ লাশ উঠিয়া নিয়ে গেছে। সেখানে আমার ভায়ের লাশ কীভাবে গেল তা জানিনা।

প্রসঙ্গত: গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তোশিকুর। পরিবারের দাবি অনুপ্রবেশের অভিযোগে তোশিকুরকে কাছ থেকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়। 

ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে তোশিকুর ইসলামের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। পরে নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবি জোহুরপুর সীমান্তে বৃহস্পতিবার তোশির লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠক করলে শুক্রবার রাতে লাশ হস্তান্তর করে ভারত।

যদিও বিজিবির অভিযোগের পরিপ্রেক্ষিতে তোশিকুরের মৃত্যুর কারণ জানতে চাইলে বিএসএফ এর কারণ জানাতে পারেনি। তাই সেখানে কার গুলিতে তোশিকুরের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি বিজিবি। 


ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হিন্দির পর তেলেগুতে পা রাখছে 'ধুরন্ধর' Dec 15, 2025
img
মেয়ের জন্য দোয়া চাইলেন সংগীতশিল্পী ইমরান Dec 15, 2025
img
নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের Dec 15, 2025
ফেনীতে ঘোড়ার গাড়ীতে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা Dec 15, 2025
img
হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অনন্য মামুন Dec 15, 2025
img
শীতে উলের পোশাকের যত্ন নেবেন কিভাবে? Dec 15, 2025
img
শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে কোন খাবার গুলো উপকারী? Dec 15, 2025
img
নভেম্বরে সড়কে ঝরেছে ৫০৭ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি Dec 15, 2025
img
খুবই এক্সাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর Dec 15, 2025
img
আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণার মামলা, তদন্তে ডিবি Dec 15, 2025
img
নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মাইকেল ভন Dec 15, 2025
img
ফের বাড়ল স্বর্ণের দাম Dec 15, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে : সাদিক কায়েম Dec 15, 2025
ওসমান হাদির ঘটনায় যা বললেন মঞ্জু Dec 15, 2025
img
ইমতু, মারিয়া, শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের Dec 15, 2025
আমরা কথায় বিশ্বাসী নয়, মাঠে বিশ্বাসী : কোচ সোহেল Dec 15, 2025
মিরাজদের হুংকার বেশি দেওয়া যাবে না, ওইটা কমিটির টিম : শান্ত Dec 15, 2025
img
শুটিং সেটে অভিনেত্রীর মুখে গেঁথেছিল ৬৭ টুকরো কাচ, তবু হার মানেননি মাহিমা Dec 15, 2025
আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের Dec 15, 2025
তফসিল ঘোষণার পরদিন হামলা, অস্থিতিশীলতার ছক? Dec 15, 2025