ইউটিউবের মোবাইল অ্যাপ চালুর সময় মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের সহজে ভিডিও দেখার সুযোগ করে দেওয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটির অগ্রাধিকার বদলেছে। বর্তমান যুগে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউটিউব তাদের অ্যাপের নকশা ও ফিচারে পরিবর্তন আনছে।
এই লক্ষ্য বাস্তবায়নে ইউটিউব অ্যাপের নির্দিষ্ট কিছু অংশে, বিশেষ করে শর্টস ফিচারে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হবে, তেমনি কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদাও পূরণ করা যাবে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শর্ট ভিডিও তৈরি সহজ করতে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবি’র সঙ্গে অংশীদারত্ব করেছে ইউটিউব।
এরপর এবার শর্টস তৈরির জন্য ব্যবহারকারীদের আরও একটি কার্যকর টুল দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল বর্তমানে ইউটিউব অ্যাপে একটি নতুন ‘ক্রিয়েট মোড’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। ইউটিউব অ্যাপে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করলেই এই নতুন মোডটি ওপেন হবে।
নতুন এই ক্রিয়েট মোডে কনটেন্ট তৈরির জন্য একাধিক টুল যুক্ত থাকবে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-ভিত্তিক টুলও অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিবেদনে জানানো হয়েছে, এই মোড ব্যবহার করে ছবি, ভিডিও ক্লিপ, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকসহ বিভিন্ন উপকরণ তৈরি করা যাবে।
তবে গুগলের পক্ষ থেকে এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি যে, এআই কীভাবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও তৈরিতে সহায়তা করবে। ধারণা করা হচ্ছে, এ জন্য ব্যবহারকারীদের একটি প্রম্পট লিখতে হতে পারে।
এ ধরনের সুবিধা একেবারে নতুন নয়। কারণ বর্তমানে ইউটিউব অ্যাপে থাকা কিছু পরীক্ষামূলক এআই ফিচারের মাধ্যমেও ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব। ফলে নতুন এই ক্রিয়েট মোডে টুলগুলো পরীক্ষামূলক ফিচারের মতোই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া এই মোডে এআই ছাড়া আর কী কী নতুন টুল যুক্ত হবে, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি গুগল।
বর্তমানে নতুন এই ক্রিয়েট মোড সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, শর্টস তৈরির জন্য নতুন পদ্ধতি ও ফিচার পরীক্ষা করাই এর মূল উদ্দেশ্য।
সূত্র : জিও নিউজ