মেসি ভক্ত অ্যাব্রামকে নিয়ে কলকাতায় শাহরুখ

ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মাঝরাতে অবশেষে শহর কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। এইমুহূর্তে সারা কলকাতা যে মেসি জ্বরে কাবু, তা বললেও অত্যুক্তি হয় না! দিন কয়েক ধরেই প্রস্তুতির তোরজোর চলছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ দোরগোড়ায়। আর সেই মুহূর্তের সাক্ষী থাকতেই ‘ঈশ্বর দর্শনে’র জন্য বাবা শাহরুখ খানের হাত ধরে মুম্বই থেকে কলকাতায় উড়ে এল অ্যাব্রাম।

অ্যাব্রাম বরাবরই ক্রীড়াপ্রেমী। ক্রিকেট হোক বা ফুটবল, খুদে বয়সেই খেলাধুলো নিয়ে বিস্তর জ্ঞান বাদশার কনিষ্ঠপুত্রের, একাধিকবার একাধিক সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছেন শাহরুখ। এবার লিওনেল মেসির টানে মুম্বই থেকেই কলকাতায় পা রাখল শাহরুখপুত্র। আর সন্তানের ‘ঈশ্বর’ দর্শনের সুযোগ হাতছাড়া করলেন না খোদ কিং খানও! শুক্রবার মাঝরাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় কিং খান এবং অ্যাব্রামকে। সঙ্গে ছিলেন বাদশার ম্যানেজার পূজা দাদলানিও। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। ঈশ্বরের সঙ্গে রাজপুত্রের সাক্ষাতের মাহেন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় অনুরাগীরা। এযাবৎকাল নাইটদের ম্যাচ দেখতে বহুবার সুপারস্টার বাবার সফরসঙ্গী হতে দেখা গিয়েছে অ্যাব্রাম খানকে। মেসির কলকাতা সফরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না।


প্রসঙ্গত, ২ নভেম্বর, নিজের জন্মদিনেই খুব শিগগিরি কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তার দিন কয়েকের ব্যবধানে শোনা যায়, ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও। তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে সম্প্রতি জল্পনায় সিলমোহর বসান খোদ বলিউড বাদশা। ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে”। বাদশার এহেন বার্তায় যেন গোটা বাংলার ফুটবলপ্রেমী এবং সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল। একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউডের সম্রাট’- দুই গ্লোবাল আইকনের উপস্থিতিতে শহরবাসী যে বিরল দৃশ্যের সাক্ষী থাকছেন, তা বলাই বাহুল্য। ভক্তরা বলছেন, ‘এর থেকে বড়দিনের বড়পাওনা আর কীই বা হতে পারে!’

প্রসঙ্গত, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএমটেন।

টিজ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হাদির ঘটনায় ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার Dec 16, 2025
img
আজ মহান বিজয় দিবস Dec 16, 2025
img
আরও দুই মামলায় আলোচিত ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন আটক Dec 16, 2025
img
দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুসের! Dec 16, 2025
img
মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ Dec 16, 2025
img
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা Dec 16, 2025
img
বিরাট-রোহিত ও বাবরকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান শোয়েব আখতার Dec 15, 2025
img
মাল্টা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশি উদ্ধার Dec 15, 2025
img
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ Dec 15, 2025
img
পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Dec 15, 2025
img
নেতানিয়াহুর ওপর ক্ষেপে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা Dec 15, 2025
img
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন Dec 15, 2025
img
অ্যাক্টিভিস্ট রাকিব আল হাসানের বাবা ডিবি হেফাজতে Dec 15, 2025
img
হাদির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, মঙ্গলবার সকালে জানা যাবে রিপোর্ট Dec 15, 2025
img
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রাশিয়ান হাউসের Dec 15, 2025
img
নোবেল নিতে যাওয়ার সময় আহত হলেন মাচাদো Dec 15, 2025
img
‘স্পিরিট’-এ ২০০ ফাইটারের বিপরীতে প্রভাসের শক্তিশালী পারফরম্যান্স Dec 15, 2025
img
শীত বিলাসের জোর দাবি জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ Dec 15, 2025
img
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার Dec 15, 2025
img
হিংসা নয়, বাঁধনের সৌন্দর্যে মুগ্ধ দীপা খন্দকার Dec 15, 2025