চোট থেকে ফেরার পর, তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন কোল পামার। তার দল চেলসিও পেল জয়ের মিষ্টি স্বাদ।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে এন্টসো মারেস্কার দল। তাদের অন্য গোলটি করেন মালো গুস্তো।
ম্যাচের ২১তম মিনিটে মালো গুস্তোর থ্রু বল ধরে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার পামার। আর ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার গুস্তো।
প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর জয়ের দেখা পেল চেলসি।
১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, একটি ম্যাচ কম খেলেছে তারা।
এমআর/টিকে