বৈভব সূর্যবংশীর প্রতি মানুষের আগ্রহ যেন দিন দিন বাড়ছে। ১৪ বছর বয়সী এই অমিত প্রতিভাবান ব্যাটসম্যানের খুঁটিনাটি জানতে চাইছেন অনেকে। এর প্রভাবেই একটা জায়গায় ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।
২০২৫ সালে গুগলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বৈভব সূর্যবংশীকে। বছর জুড়ে চমক জাগানো কিছু ইনিংস উপর দিয়েছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। গত শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী দিনেও করেছেন আগ্রাসী এক সেঞ্চুরি। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ৯৫ বলে খেলেছেন ১৭১ রানের খুনে ইনিংস।
যুব ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সূর্যবংশীর চেয়ে কোনো ইনিংসে বেশি রান করতে পেরেছেন কেবল আম্বাতি রায়ডু (২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের ইনিংসটি খেলার পথে ৯টি চারের সঙ্গে ১৪টি ছক্কা মারেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে যা সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
২০২৫ সালে সূর্যবংশীর সময়টা দুর্দান্ত কাটছে। আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি, যা ছিল টুর্নামেন্টে কোনো ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম শতক। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে খেলেও ধারাবাহিক রান করেছেন।
আরব আমিরাত ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ব্রডকাস্টার সূর্যবংশীকে জানান, গুগল সার্চে ভিরাট কোহলিকে ছাড়িয়ে শীর্ষ উঠে গেছেন তিনি। ক্রিকেটের বাইরে কোনো কিছুকে গুরুত্ব না দেওয়ার কথাই বললেন টিনএজ ওপেনার।
“এসব বিষয়ে আমি মনোযোগ দেই না। আমি নিজের খেলায় মনোযোগ দেই। হ্যাঁ, আমি এই ব্যাপারটা শুনেছি আর এর অনুভূতিও ভালো। আমি দেখেছি, ভালো লেগেছে এরপর এগিয়ে গেছি।”
এমআর/টিকে