মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রস্তুতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি থাকায় রোববার (১৪ ডিসেম্বর) সংশোধিত এমপিও শিট জারি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্যসচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে কারিগরি সমস্যার কারণে ওই শিট অনুযায়ী বেতন বিল প্রস্তুত করা সম্ভব হয়নি। এ কারণে আজ (১৪ ডিসেম্বর) নতুন করে সংশোধিত এমপিও শিট ইস্যু করা হয়েছে। আর নতুন এই শিট অনুযায়ীই শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে হবে।
এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জুলাই-আগস্ট পর্যন্ত দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। গত ১১ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে মোট চারটি চেক হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকরা ১১ ডিসেম্বরের পর নিজ নিজ ব্যাংক থেকে জুলাই ও আগস্ট পর্যন্ত দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেকও ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চারটি চেক হস্তান্তর করা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা ১১ ডিসেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নভেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। উভয় বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম সই করেছেন।
আরপি/টিকে