নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে এই খেলোয়াড়কে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
আজ (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লামিচানেকে দলে নেয়ার খবর জানিয়েছে রাজশাহী। আসন্ন বিপিএলের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে রাজশাহী। সরাসরি চুক্তিতে ইতোমধ্যে এক ঝাঁক বিদেশি তারকা দলে টেনেছে তারা। সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ নেওয়াজ, জিমি নিশাম, হুসাইন তালাতরা আছেন তাদের মধ্যে। এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হলেন লামিচানে।
বিপিএলে এর আগেও খেলে গেছেন লামিচানে। ২০১৯ সালের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে ৬ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। ২০২৩ সালের মার্চে ওঠা নারী নির্যাতনের অভিযোগের পর বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন লামিচানে। তবে পরে ভালোভাবেই ফিরে এসেছেন তিনি। সর্বশেষ খেলেছেন নিজ দেশের নেপাল প্রিমিয়ার লিগ। সেখানে ৯ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি।
সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হোসেন তামিমকে কিনেছে রাজশাহী। এছাড়া নিলাম থেকেও ভালো কিছু খেলোয়াড় কিনেছে দলটি। জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খানরা আছেন দলটির নিলামে কেনা খেলোয়াড়ের তালিকায়।
এসএস/এসএন