এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে পরাজিত করল ভারত। অ্যারন জর্জের ব্যাটে চড়ে ভারত পায় ২৪০ রানের সংগ্রহ। জবাবে পাকিস্তানের ব্যাটাররা শুরুতেই মুখ থুবড়ে পড়ে এবং শেষ পর্যন্ত রানে অলআউট হয়।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মারমুখী সূচনা করেন আয়ুশ মহাত্রে। তবে বৈভব সূর্যবংশীকে রান পেতে দেননি মোহাম্মদ সায়াম। মাত্র ৬ বল খেলেই আউট হন সূর্যবংশী। ৫ রান আসে তার ব্যাট থেকে। সায়ামের বলে তারই তালুবন্দী হয়ে ফেরত যান সূর্যবংশী। ভেঙে যায় ২০ বলে ২৯ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা জর্জ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম।
বিহান মালহোত্রা ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী ২২ বলে মাত্র ৭ রান করে আউট হন। এই দুইজনকেই শিকার করেন নিকাব শফিক।
পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন জর্জ ও অভিজ্ঞান কুন্ডু। ৬৮ বলে ৬০ রান আসে তাদের জুটিতে। অভিজ্ঞান আউট হলে ভেঙে যায় এই জুটি। আব্দুল সোবহানের বলে আউট হওয়ার আগে অভিজ্ঞান করেন ৩২ বলে ২২ রান।
একই ওভারে জর্জকেও সাজঘরে ফেরত পাঠান সোবহান। সেঞ্চুরির পথে এগোতে থাকা জর্জ থামেন ৮৫ বলে। ৮৮ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২টি চার ও একটি ছক্কা।
তারপর কণিষ্ক চৌহান দ্রুত রান তোলেন। ৪৬ বলে ৪৬ রান করেন কণিষ্ক। দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ২৪০ রানে অলআউট হয় দলটি।
পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন সায়াম ও সোবহান। শফিক নেন দুইটি উইকেট।
এই রান তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার মোটেও ভালো করতে পারেনি। প্রথম চার ব্যাটারের স্কোর ছিল- উসমান খান ১৬ রান, সামির মিনহাস ৯ রান, আলি হাসান বালুচ ০ রান, আহমেদ হুসাইন ৪ রান। তিনটি উইকেটই নেন দীপেশ দেবেন্দ্রন এবং একটি নেন কণিষ্ক।
পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান। ফারহান আউট হলে এই জুটিও ভেঙে যায়। তাকে শিকার করেন সূর্যবংশী। ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।
তারপর হামজা জাহুরকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন হুজাইফা। তবে সেখানে হামজার অবদান ছিল মাত্র ৪ রান। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
শেষ ব্যাটার হিসেবে হুজাইফা আউট হন। তিনি একাই লড়াই করেন পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে। ৮৩ বলে ৭০ রান করেন তিনি। ৯টি চারের সাথে ২টি ছক্কাও হাঁকান হুজাইফা।
পাকিস্তান অলআউট হয় ১৫০ রানে। ৪১.২ ওভার ব্যাটিং করতে পারে পাকিস্তান। ভারতের পক্ষে দীপেশ ও কণিষ্ক তিনটি করে উইকেট শিকার করেন। দুইটি উইকেট নেন কিশান সিং। ভারত ম্যাচ জিতেছে ৯০ রানের বড় ব্যবধানে।
এসএন