বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নির্বাচিত ৮৬ জনের মধ্যে সর্বাধিক ৪১ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি। এতে আবারও প্রমাণিত হলো, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাণিজ্য সম্প্রসারণে আমিরাতপ্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিবছরের মতো এবারও সিআইপি সংখ্যায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য আরব আমিরাত থেকে ৪০ জন প্রবাসীকে এনআরবি সিআইপি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়া, পাঁচলাইশ, পটিয়া, চান্দগাঁও, চকবাজারসহ কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মৌলভীবাজার, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও নরসিংদীর প্রবাসীরা রয়েছেন।
এ ছাড়া বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যাটাগরিতে চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ জুলপিকার ওসমান সিআইপি মর্যাদা অর্জন করেছেন।
সিআইপি নির্বাচনে আমিরাতপ্রবাসীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এই স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইউএই প্রবাসী কমিউনিটির নেতারা।
ইএ/টিএ