বুন্ডেসলিগায় ভীষণ ভুগতে থাকা দল মাইন্সের বিপক্ষে বিরতির আগে-পরে দুটি গোল হজম করে হারের শঙ্কায় পড়ে গেল বায়ার্ন মিউনিখ। শেষ সময়ে হ্যারি কেইনের সফল স্পট কিকে স্বস্তিতে মাঠ ছাড়ল শিরোপাধারীরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার লিগ ম্যাচটি ২-২ ড্র করেছে বায়ার্ন।
চলতি আসরে এখন পর্যন্ত হারেনি বায়ার্ন। ঘরের মাঠে এদিনও শুরু থেকে দাপুটে ফুটবল খেলে তারা। আক্রমণের ঝড় তুলে ২৯তম মিনিটে এগিয়েও যায়। কাছ থেকে গোলটি করেন লেনার্ট কার্ল।
এবারের লিগে এটা তাদের ৫০তম গোল। ১৪ ম্যাচেই গোলেই হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলল বায়ার্ন, বুন্ডেসলিগার ইতিহাসে যা দ্রুততম।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেছিলেন ১৭ বছর বয়সী জার্মান মিডফিল্ডার কার্ল।বিরতির আগে পোতুল্সকির গোলে সমতায় ফেলে মাইন্স। ৬৭তম মিনিটে লি জে-সাংয়ের গোলে এগিয়ে যায় আসরে এখন পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া দলটি।
ব্যবধান ধরে রেখে স্মরণীয় এক জয়ের সম্ভাবনায় এগিয়ে যাচ্ছিল মাইন্স। কিন্তু ৮৭তম মিনিটে স্পট কিকে গোল করে দলকে স্বস্তি এনে দেন কেইন। ডি-বক্সে তিনিই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
লিগে আগের ম্যাচে স্টুটগার্টের জালে হ্যাটট্রিক করেছিলেন কেইন। এবারের লিগে ১৪ ম্যাচে সর্বোচ্চ ১৮ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড।
এখানে হোঁচট খেলেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে ঠিকই ছুটে চলেছে বায়ার্ন। ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ।
এমআর/টিকে