১৩ মাস পর নিউজিল্যান্ড টেস্ট দলে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল

সবশেষ টেস্টে ১১ উইকেট নেওয়ার পরও আরেকটি টেস্ট খেলতে হাপিত্যেশ করতে হচ্ছে এজাজ প্যাটেলকে। তার অপেক্ষার প্রহর শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য বাঁহাতি এই স্পিনারকে নিয়ে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের স্কোয়াডে টম ব্লান্ডেলকেও দলে ফিরিয়েছে স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী উইকেটকিপার।

টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়া তিন বোলারের একজন এজাজ সবশেষ টেস্ট খেলেন গত বছরের ভারত সফরে। নভেম্বরে মুম্বাই টেস্টে ১১ উইকেট নিয়ে তিনি ম্যাচ-সেরা হয়েছিলেন এবং নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারতকে। এরপর আর খেলার সুযেগি পাননি



তার জন্য অবশ্য এই অভিজ্ঞতা নতুন নয়। ২০২১ সালের ভঅরত সফরে এক ইনিংসে ১০ উইকেট ও ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পর আরেকটি টেস্ট খেলতে সাত মাস অপেক্ষা করতে হয়েছিল তাকে। মূলত দেশের বাইরে, বিশেষ করে উপমহাদেশে সিরিজ থাকলেই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এজাজের কথা মনে পড়ে দলের। দেশের মাঠে খুব একটা সুযোগ হয় না তার। নিউ জিল্যান্ডের কন্ডিশন ও উইকেটে বিশেষজ্ঞ স্পিনার সাধারণত খেলায় না তারা। স্পিনের কাজটি চালিয়ে নেয় স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারদের মধ্যে থেকে কাউকে বেছে নিয়ে। কুঁচকির চোটের কারণে অবশ্য চলতি সিরিজে নেই স্যান্টনার।

২১ টেস্টের ক্যারিয়ারে মাত্র তিনটি দেশের মাঠে খেলার সুযোগ পেয়েছেন এজাজ, সবশেষটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে, ওয়েলিংটনে ভারতের বিপক্ষে।

গত সপ্তাহে ৩৭ বছর বয়সী এই স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ক্যান্টারবুরির বিপক্ষে ম্যাচটিতে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

মাউন্ট মঙ্গানুইয়ে সাধারণত স্পিনাররা কিছুটা সহায়তা পেয়ে থাকে। সেই ভাবনা থেকেই এজাজের এবারের সুযোগ পাওয়া।

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পাওয়া পেসার ব্লেয়ার টিকনার স্বাভাবিকভাবেই পরের ম্যাচের দলে নেই। ওই ম্যাচেই ব্লান্ডেলের জায়গায় টেস্ট অভিষেক হয় মিচেল হের। নিউজিল্যান্ডের ৯ উইকেটে জয়ের ম্যাচের প্রথম ইনিংসে ৬১ রান করেন তিনি। কিন্তু ব্লান্ডেল ফেরায় এবারের ১৪ সদস্যের দলে জায়গা হয়নি তার।

প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজ অভাবনীয়ভাবে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবথানে এগিয়ে আছে স্বাগতিক দল।

তৃতীয় টেস্টের নিউজিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টান ক্লার্ক, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপ্স, মাইকেল রে, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, উইল ইয়াং

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
নয়াদিল্লিতে লিওনেল মেসি, কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা Dec 15, 2025
img
বরিশালে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ Dec 15, 2025
img
হাদির ওপর হামলাকারী ফয়সাল ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন: সায়ের Dec 15, 2025
img
ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক Dec 15, 2025
img
নিকুঞ্জে মাদকের ভয়াবহ দাপট : ধ্বংসের পথে তরুণ প্রজন্ম Dec 15, 2025
img
আল্লু অর্জুনের পুষ্পা টু’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’ Dec 15, 2025
img
ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়ল ৪ লাখ Dec 15, 2025
img
নির্বাচনের কারণে এগিয়ে এলো কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ Dec 15, 2025
img
লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ Dec 15, 2025
img
১০ বিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ! Dec 15, 2025
img
সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টে বিচারকাজ Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া Dec 15, 2025
img
হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি লাই দোষী সাব্যস্ত Dec 15, 2025
img
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শোনালেন জন কবির Dec 15, 2025
img
বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৮ নম্বরে রাজধানী ঢাকা Dec 15, 2025
img
মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতে ডুবল মরক্কো, প্রাণ গেল অন্তত ২১ জনের Dec 15, 2025
img
ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৭২ ঘণ্টা ধরে জ্বলছে জুকো উপত্যকা Dec 15, 2025
img
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের ইসির চিঠি Dec 15, 2025
img
বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু Dec 15, 2025