শীতের শুষ্ক আবহাওয়ায় রাজধানীর বাতাসে ফের বাড়ছে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৮ নম্বরে উঠে এসেছে ঢাকা।
এর মধ্যে সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ২ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি।
শহরটির বাতাসের মানের স্কোর ৩৪৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে ২০১ স্কোর নিয়ে আছে পাকিস্তানের করাচি। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এছাড়া ১৮৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের কুয়েত সিটি। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৮ নম্বরে ১৫৮ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
অন্যদিকে সোমবার সকালে রাজধানীর ২ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- কল্যাণপুর (২০৯) ও মিরপুরের দক্ষিণ পল্লবী (২০৬)। এছাড়াও সোমবার সকালে ঢাকার আরও ৬ এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। এসব এলাকা হলো- পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮১), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৬৪), খিলগাঁওয়ের গোড়ান (১৫৫), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৩), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৪৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৪৭) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (৬৭)।
এসএস/টিকে