মেসির জন্য কয়েকশো কোটি টাকা খরচ, দেশের ‘স্পোর্টস কালচার’ নিয়ে মুখ খুললেন অভিনব বিন্দ্রা

১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের মেসির ভারত সফর শেষ হয়েছে। মেসি, সুয়ারেজ় ও দে পল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়ার পরেই মন খারাপ ভক্তদের।

কলকাতার পর্ব বাদ দিলে বাকি তিনটে শহরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে অনুষ্ঠান। মেসি অরুণ জেটলি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার আগে জানিয়েছেন, তিনি আবার নিশ্চই ভারতে আসবেন।

কিন্তু মেসিকে নিয়ে দর্শকদের মেতে থাকা বা সংস্থাগুলোর বিপুল বিনিয়োগ নিয়ে এ বার প্রশ্ন তুলে দিলেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি চারটে শহরে একটা ছবি ছিল কমন। তা হলো মেসিকে ঘিরে পলিটিশিয়াল, সেলিব্রিটিদের ভিড়। ব্যবসায়ীদের সঙ্গে মেসির ক্লোজ়ড ডোর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানও ছিল। আর গ্যালারিতে ছিলেন দর্শকরা। এ বার পুরো ইভেন্ট নিয়ে প্রশ্ন তুললেন অভিনব বিন্দ্রা। জানালেন গোটা ঘটনা নিয়ে তিনি হতাশ। মেসিকে এক নজর দেখতে এবং ছবি তুলতে যেই খরচ হয়েছে সেই পরিমাণ টাকা ভারতের ক্রীড়াক্ষেত্রে গ্রাসরুট স্তরে কাজ করার জন্য কাজে লাগানো যেত বলে তিনি মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের লম্বা পোস্টে অভিনব বিন্দ্রা লেখেন, ‘লিওনেল মেসি হলেন এমন একজন অ্যাথলিট যিনি বাকিদের থেকে আলাদা। শৈশবে শারীরিক চ্যালেঞ্জের সঙ্গে ওঁর লড়াই এবং তার পর একজন পেশাদার ফুটবল হওয়া বিশ্বকে মুগ্ধ করেছে। একজন অ্যাথলিট হিসেবে জীবন কাটানোর সুবাদে আমি মেসির অধ্যাবসায়, শ্রেষ্ঠত্বকে শ্রদ্ধা করি।’

মেসির চার শহর ভ্রমণের জন্য টিকিটের দাম থেকে শুরু করে একটা ছবি তোলার খরচ সবকিছুই প্রকাশ্যে। কোথাও ১০ লাখ আবার কোথাও টাকাটা আরও বেশি হয়েছে। সাধারণ দর্শকদেরও টিকিটের জন্য খরচ করতে হয়েছে কয়েক হাজার টাকা। কলকাতা বিতর্কে জড়িয়েছে স্টেডিয়ামের ভিতরে খাবারের অতিরিক্ত দামের জন্য। সঙ্গে বিশৃঙ্খলা তো রয়েছে। যেই কারণে মেসি সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন এবং সেই কারণে যুবভারতী কার্যত ধ্বংসস্তূপ।

অভিনব বিন্দ্রার পোস্টে উঠল সেই প্রসঙ্গও। তিনি লেখেন, ‘সম্প্রতি মেসির ভারত ভ্রমণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। আমার মনে প্রশ্ন জেগেছে আমরা ঠিক কী চাইছি। আমি ক্রীড়াক্ষেত্রের অর্থনীতির ব্যাপারটা বুঝি। আমি জানি এই ধরনের তারকাকে আনতে গেলে কত সংস্থার সাহায্য দরকার। মেসি এই পরিস্থিতিগুলো অর্জন করেছেন। কিন্তু আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। সমাজ হিসেবে আমরা কি এমন একটা স্পোর্টস কালচার তৈরি করছি যেখানে আমরা কোনও ব্যক্তিকে নিয়ে সেলিব্রেট করব? কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে একজন কিংবদন্তীকে দেখা এবং ছবি তোলার জন্য। এটা মানুষের অর্জন করা টাকা, তিনি যা খুশি তাই করতে পারেন। তাও আমি হতাশ হচ্ছি এই ভেবে যে মেসির জন্য খরচ করা টাকা বা শক্তি যদি আমাদের দেশের খেলার জন্য খরচ করা যেত, তা হলে কী কী বদল হতো। এমন মাঠ বানানো যেত যেখানে বাচ্চারা খোলামনে দৌড়তে পারত।

কোচ তৈরি করা যেত যারা বাচ্চাদের তৈরি করতে পারতেন।’

মেসিকে ভারতে আনতে কত খরচ বা টিকিট বিক্রি ও স্পনসরদের থেকে কত টাকা আয় হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা কয়েকশো কোটিতে পৌঁছতে পারে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘স্পিরিট’-এ ২০০ ফাইটারের বিপরীতে প্রভাসের শক্তিশালী পারফরম্যান্স Dec 15, 2025
img
শীত বিলাসের জোর দাবি জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ Dec 15, 2025
img
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার Dec 15, 2025
img
হিংসা নয়, বাঁধনের সৌন্দর্যে মুগ্ধ দীপা খন্দকার Dec 15, 2025
img
নাগা চৈতন্য ও সোবিতা ধুলিপালার পরিবারে আসছে নতুন অতিথি Dec 15, 2025
img
জানা গেলো নরেন্দ্র মোদি ও লিওনেল মেসির সাক্ষাৎ বাতিলের কারণ Dec 15, 2025
img
বিগ বসের বিতর্ক পেরিয়ে পরিবারের কাছে ফিরলেন তান্যা Dec 15, 2025
দুবাইয়ের গ্লোবাল ভিলেজে এক রাতে বাংলাদেশসহ ৭ দেশের নববর্ষ উদযাপন Dec 15, 2025
img
রাজবাড়ীতে পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি Dec 15, 2025
img
অপমান সামলানোর সহজ পথ দেখালেন পরাণ বন্দ্যোপাধ্যায় Dec 15, 2025
img
দেশকে ভারতের করদরাজ্য করার চেষ্টা সফল হতে দেব না: গোলাম পরওয়ার Dec 15, 2025
img
আমরা আওয়ামী লীগকে কখনই মেনে নেব না : রাশেদ খান Dec 15, 2025
img
গণতন্ত্রকামী জনগণকে যারা ভয় দেখাতে চায়, তারা ব্যর্থ হবে : তারেক রহমান Dec 15, 2025
img
পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম Dec 15, 2025
img
ডিসেম্বরের ১৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Dec 15, 2025
img
চমকের ফোন নম্বর ফাঁস, বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি Dec 15, 2025
img
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ন্যাড়া আরিফিন শুভ Dec 15, 2025
img
সোনার দাম বেড়ে প্রতি ভরিতে ২ লাখ ১৭ হাজার Dec 15, 2025
img
যীশু-সৌরভের প্রযোজনায় সাগ্নিকের নতুন যাত্রা Dec 15, 2025
img
হাদির ওপর হামলার বিষয়ে সিইসি’র বক্তব্যের ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন Dec 15, 2025