কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ২ বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে শিবপুর ইউনিয়ন ও কলেজ রোড এলাকার বোম্ব পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতার হলো শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া (৪৩) ও পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল মিয়া ৬০।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা পূর্বের মামলায় জামিনে ছিলেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।
ইউটি/টিএ