ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে জিতেছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের দল শারজাহ ওয়ারিয়র্স। টেবিলের দুইয়ে থাকা গালফ জায়ান্টসকে শারজাহ হারিয়েছে ১১ রানের ব্যবধানে। এ জয়ে সবশেষ দুই ম্যাচে টানা দুই জয়ের দেখা পেয়েছে শারজাহ। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাথেশা পাথিরানা।
শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় গালফ জায়ান্টস। আগে ব্যাট করা শারজাহ ওয়ারিয়র্স নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাব দিতে নেমে গালফ থামে ১৬৩ রানে। শারজাহ জয় পায় ১১ রানে।
শারজাহের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন টম অ্যাবেল। এছাড়া ৩৯ রান করেন জেমস রিউ। ২৮ রান করে দলে ভালো অবদান রাখেন সাউথ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।
গালফ জায়ান্টের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন ক্রিস উড। একটি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড, ফ্রেড ক্লাসেন এবং আয়ান আফজাল খান।
জয়ের লক্ষ্যে ব্যাটে নামা গালফ জায়ান্টসের ওপেনার পাথুম নিশাঙ্কা ৩ রানে সাজঘরে ফেরেন। সবোচ্চ ৪৫ রান করেন মঈন আলী। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ৪১ রান করেন। ৩০ রান আসে রহমানউল্লাহ গুরবাজের থেকে।
ওয়ারিয়র্সের ওয়াসিম আকরাম ও মাথেশা পাথিরানা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন প্রিটোরিয়াস এবং একটি উইকেট নেন তাসকিন আহমেদ।
এবি/টিকে