দিল্লি ভ্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে লিওনেল মেসির ভারত সফর। আবহওয়ার কারণে সঠিক সময়ে দিল্লিতে পৌঁছাতে পারেননি তিনি। শীত জেঁকে বসায় চরম বায়ুদূষণে ভুগছে শহরটি। সেই অবস্থা এমন চরম পর্যায়ে যে সেটি এক দিনে ২৭টি সিগারেট খাওয়ার সমান।
সোমবার (১৫ ডিসেম্বর) আজকালসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ হয়েছে।
সকালে দিল্লিতে ঘন কুয়াশা পড়ে। কিছু দূরের পথই দেখা যায় না। ঠিকমতো গাড়ি চলাচলও করতে পারছে না। এরই মধ্যে ভারতের আবহাওয়া দফতর ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে শহর জুড়ে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্র ৮.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
দূষণের পাশাপাশি শহরের বাসিন্দাদের বেড়েছে ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যা। কুয়াশাচ্ছন্ন রাস্তা, মুখে মাস্ক পরা যাত্রী এবং ধোঁয়ায় ঢাকা আকাশের ছবিতে সয়লাব হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বয়ে যায় মিমের বন্যা। এর মধ্যেই মেসির ফুসফুসের প্রসঙ্গ সামনে চলে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিমে লেখা হয়েছে, মেসি, তোমাকে দিল্লিতে স্বাগত। শুনেছি তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা আছে। কিন্তু ফুসফুসের কী হবে?
এদিন দুপুরে দিল্লিতে পৌঁছে অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন তারা।
মেসি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন, তখন সেখানে সেলিব্রিটি মেসি অল স্টারস ও মিনার্ভা মেসি অল স্টারস দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ চলছিল।
এই ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দলটি ৬-০ ব্যবধানে সেলিব্রিটি মেসি অল স্টারসকে পরাজিত করে। মেসি ও তার দুই সতীর্থের দিল্লি সফর উপলক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে এই আর্জেন্টাইন কিংবদন্তি, তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।