ওপার বাংলা টেলিভিশনের পর্দায় যার উপস্থিতি মানেই স্বাভাবিক অভিনয় আর মিষ্টি হাসির ছোঁয়া, সেই জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস আবারও আলোচনায়। তবে এবার কোনও নতুন ধারাবাহিক বা চরিত্র নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবনবোধ ও ফ্যাশন ভাবনার কারণেই দর্শকের নজর কাড়লেন তিনি। গ্ল্যামার জগতের একজন পরিচিত মুখ হয়েও বিলাসিতার প্রতি অনাগ্রহী তিতিক্ষার কথায় উঠে এসেছে একেবারে বাস্তব ও মাটির কাছাকাছি থাকার দর্শন।
নিজের কেনাকাটা ও পোশাক নির্বাচন নিয়ে তিতিক্ষা স্পষ্ট করে জানালেন, তিনি দামি ব্র্যান্ডের মোহে বিশ্বাসী নন। তার মতে, একটিমাত্র দামী পোশাক কিনে সেটিকে বারবার না পরতে পারার মধ্যে কোনও আনন্দ নেই। বরং সেই একই টাকায় একাধিক পোশাক কিনে ভিন্ন ভিন্ন সাজে নিজেকে তুলে ধরাটাই বেশি অর্থবহ। তিতিক্ষার এই ভাবনায় ফুটে উঠেছে বৈচিত্র্যের প্রতি ভালোবাসা এবং সাধারণ জীবনের প্রতি গভীর টান।
অভিনেত্রীর কথায়, পোশাক শুধু বাহ্যিক সাজ নয়, এটি নিজের স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিত্বের প্রকাশ। তাই অযথা বিলাসিতার পিছনে না ছুটে তিনি পছন্দ করেন সহজ, ব্যবহারযোগ্য ও নানা ধরনের পোশাক। প্রতিদিন নতুনভাবে নিজেকে উপস্থাপন করার মধ্যেই তিনি খুঁজে পান আনন্দ। এই মানসিকতা অনেক দর্শকের কাছেই তাঁকে আরও আপন করে তুলেছে।
তারকাদের জীবনে যেখানে দামী ব্র্যান্ড আর বিলাসী জীবনযাপন প্রায় নিয়মে পরিণত হয়েছে, সেখানে তিতিক্ষা দাসের এমন ভাবনা স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়েছে। মধ্যবিত্ত জীবনবোধ থেকে উঠে আসা এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তাঁর এই বক্তব্য শুধু ফ্যাশন নিয়ে নয়, বরং জীবনকে সহজভাবে দেখার এক বাস্তব শিক্ষা হিসেবেও ধরা দিচ্ছে অনেকের কাছে।
আরপি/এসএন