রোম্যান্টিক নায়িকার পরিচিত ছক ভেঙে একেবারে ভিন্ন পথে হাঁটছেন ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়। পর্দায় পুলিশের উর্দি, আবার কখনও ভয়ংকর অলৌকিক উপস্থিতি সব মিলিয়ে যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করছেন অভিনেত্রী। এই বদল কি ইচ্ছাকৃত, নাকি সময়ের দাবিতেই এমন রূপান্তর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।
দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই রুকমা বেছে নিয়েছেন চ্যালেঞ্জিং চরিত্র। দেশ-বিদেশ ঘুরে ফিরে তিনি নিজেই বলেছিলেন, কাজে না ফিরলে দর্শক ভুলে যেতে পারে। সেই ভাবনা থেকেই শুরু নতুন অধ্যায়। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘সিট বেঙ্গল’ ধারাবাহিকে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে এক দুঁদে পুলিশ আধিকারিকের ভূমিকায়। পর্দায় তাঁর অ্যাকশন, দৃঢ়তা আর কর্তব্যনিষ্ঠ উপস্থিতি দর্শকদের চোখে নতুন রুকমাকে তুলে ধরেছে।
পুলিশ চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তবের কাছাকাছি অনুভবও করেছেন রুকমা। তাঁর কথায়, চরিত্রে ঢুকতে ঢুকতে মাঝেমধ্যে মনে হয়েছে, যদি বাস্তবেও নিজের হাতে অপরাধীদের শাস্তি দেওয়া যেত, তাহলে আরও ভালো লাগত। একই সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, বাস্তবের পুলিশ আসলে কতটা মানবিক এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কতটা চেষ্টা করে।
এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। পুলিশের পর এবার একেবারে ভৌতিক জগতে তাঁর পা রাখা। সৌদীপ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘মিডিয়াম’ সিরিজে রুকমা অভিনয় করেছেন এক অলৌকিক মাধ্যমের চরিত্রে, যে নিজের ইচ্ছার বিরুদ্ধে আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই চরিত্রে তাঁর মুখে কাটা দাগ, চোখে ভিন্ন এক দৃষ্টি, যা দর্শকদের শিউরে উঠতে বাধ্য করছে।
এই চরিত্রের জন্য রুকমাকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা প্রস্থেটিক মেকআপ নিতে হয়েছে। বিশেষ লেন্স ব্যবহারের ফলে চোখের অভিব্যক্তিই হয়ে উঠেছে চরিত্রের সবচেয়ে বড় অস্ত্র। রুকমার কথায়, এতদিন বিদেশি ছবিতেই এমন রূপান্তর দেখেছেন, এবার নিজে সেই অভিজ্ঞতার অংশ হতে পেরে এক মুহূর্তেই রাজি হয়ে গিয়েছিলেন।
তবে এই পরিবর্তনের মানে এই নয় যে রুকমা রোম্যান্টিক চরিত্রকে বিদায় জানাচ্ছেন। তিনি স্পষ্টই জানিয়েছেন, প্রেমের চরিত্রে আর দেখা যাবে না এমন সিদ্ধান্ত তাঁর নেই। বরং তিনি চাইছেন, রোম্যান্সের বাইরেও যে তিনি অভিনয়ের নানা রঙে নিজেকে মেলে ধরতে পারেন, সেটাই দর্শকের সামনে তুলে ধরতে।
লম্বা বিরতির পর কাজে ফিরলে সমস্যায় পড়তে হয় এই বাস্তবতা রুকমাও মানেন। তবে তাঁর ক্ষেত্রে ভাগ্য সহায় হয়েছে। কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগেই ধারাবাহিকের ডাক পেয়েছিলেন তিনি। নতুন চরিত্র, নতুন অভিজ্ঞতা আর সাহসী পছন্দে রুকমা রায় যেন নিজের অভিনয় জীবনের এক নতুন অধ্যায় লিখছেন, যেখানে পরিচিত সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন শক্তিশালী ও ভয়ংকর চরিত্রের ভুবনে।
আরপি/এসএন