দক্ষিণ ভারতীয় ছবির জগতে হঠাৎ করেই তৈরি হয়েছে বড়সড় আলোড়ন। প্রত্যাশার বাইরে এক চমকপ্রদ সংযোজন নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রজনীকান্ত অভিনীত নতুন ছবি। এই ছবির দ্বিতীয় পর্বে যোগ দিচ্ছেন নোরা ফাতেহি। এমন সমন্বয় আগে কেউ কল্পনাও করেননি।
সূত্রের খবর, জেইলার ২-এ একটি বিশেষ নৃত্যাংশে দেখা যাবে নোরাকে। গানটি হবে বড় পরিসরের, উচ্চমাত্রার শক্তি ও আড়ম্বরে ভরা, যা ছবির অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। মুক্তির লক্ষ্য ধরা হয়েছে দুই হাজার ছাব্বিশ সাল।
বর্তমানে চেন্নাইয়ে ছবিটির শুটিং চলছে। জানা গেছে, সেখানে টানা আট দিনের আউটডোর শিডিউলে অংশ নিচ্ছেন নোরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই গানে তার সঙ্গে পারফর্ম করবেন স্বয়ং রজনীকান্ত। এতে স্পষ্ট, গানটির গুরুত্ব এবং পরিসর দুটোই বেশ বড়।
সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুধ রবিচন্দর। আগের পর্বে তার সুরে তৈরি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন গানটিও তেমনি ছন্দময়, জাঁকজমকপূর্ণ এবং সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। নোরার আন্তর্জাতিক পরিচিতি আর অনিরুধের ধারাবাহিক সাফল্য মিলিয়ে এই গান ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।
ছবির অগ্রগতি যত এগোচ্ছে, এই অপ্রত্যাশিত কাস্টিং ততই উত্তেজনা বাড়াচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন পর্বে নির্মাতারা আগের চেয়ে আরও বড়, আরও সাহসী কিছু উপহার দিতে চাইছেন। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন রজনীকান্ত নিজেই।
এসএন