ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ইনুর পক্ষে এই আবেদন করেন তার আইনজীবীরা। বুধবারই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন।

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল পরবর্তী শুনানির জন্য বুধবারের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২ নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন। ওইদিন আটটি অভিযোগই ইনুকে পড়ে শোনান বিচারক। একপর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু।

তারও আগে গত ২৫ সেপ্টেম্বর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যায় সহযোগিতাসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করা হয়। একপর্যায়ে শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই জাসদ নেতা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়া শহরে শহিদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। এছাড়াও আহত হন আরও বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। একপর্যায়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে যাচাই-বাছাই শেষে উসকানি, ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনে প্রসিকিউশন।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেয়া ফরমাল চার্জটি ৩৯ পৃষ্ঠা সম্বলিত। আর মামলায় সাক্ষী করা হয়েছে ২০ জনকে। এছাড়াও নথি হিসেবে ৩টি অডিও ও ৬টি ভিডিও দিয়েছে প্রসিকিউশন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জীবিত অবস্থায় ফয়সালকে হাজির করতে হবে: জুমা Dec 17, 2025
img
প্রাথমিকে ‘মেধা যাচাই পরীক্ষা’ হাইকোর্টে স্থগিত Dec 17, 2025
img
পরিবারই কোয়েলের জীবনের সবচেয়ে বড় শক্তি Dec 17, 2025
img
টিভিতে নির্বাচনী প্রচারে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত চায় ইসি Dec 17, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি Dec 17, 2025
img
হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা Dec 17, 2025
img
৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Dec 17, 2025
img
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত Dec 17, 2025
img
'৭১ ও '২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু Dec 17, 2025
img
ছেঁড়া বা নষ্ট নোট নিতে অনীহা দেখালেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক Dec 17, 2025
img
আজ নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন Dec 17, 2025
img
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Dec 17, 2025
img
খুশির খবরে মুস্তাফিজ ‘ট্রিট’ দিবেন কি না সংশয়ে শান্ত Dec 17, 2025
img
কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত : জিল্লুর রহমান Dec 17, 2025
img
এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই এর নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ Dec 17, 2025
img
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার Dec 17, 2025
img
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল Dec 17, 2025
img
আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে তিন ভাষায় Dec 17, 2025
img
ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোদি Dec 17, 2025
img
‘বর্ডার ২’ তে বরুণ থেকে দিলজিৎ, পাচ্ছেন কত পারিশ্রমিক? Dec 17, 2025