অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে নানা বিধিনিষেধের মধ্যেই জাহাজের টিকিট নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা, পাশাপাশি জালিয়াতি চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এসব জালিয়াতি ঠেকাতে টিকিটে উল্লিখিত নামধারীর জাতীয় পরিচয়পত্রের হার্ডকপি অথবা নিবন্ধিত মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাচাই ছাড়া কোনো যাত্রীকে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

বুধবার (১৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই এ নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে।

গত ১ ডিসেম্বর থেকে সরকার নির্ধারিত কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করছে অনুমতিপ্রাপ্ত ৬টি জাহাজ। যাত্রার প্রথম ১৭ দিনে (১৭ ডিসেম্বর পর্যন্ত) প্রায় ৩০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। ট্রাভেল পাস সংক্রান্ত সরকারি ওয়েবসাইট (travelpass.gov.bd) এর তথ্যানুযায়ী গত ১৬ ডিসেম্বর নির্ধারিত ২ হাজারটির সবকটি পাসই ইস্যু হয়েছে, যা একক দিন হিসেবে সর্বোচ্চ। ইতোমধ্যে ১৭ জানুয়ারি পর্যন্ত আগামী ৩০ দিনের নির্ধারিত প্রায় ৬০ হাজার টিকেটের মধ্যে অধিকাংশ টিকেটই অগ্রিম বিক্রি হয়ে গেছে বলে জাহাজ মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর দেশের একটি গণমাধ্যমকে বলেন, বছর কয়েক আগেও ৫ মাস যাবৎ দৈনিক ৫-১০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতেন। এখন মাত্র ২ মাস প্রতিদিন ২ হাজার পর্যটক যেতে পারছেন। এমন পরিস্থিতিতে টিকেটের ওপর চাপ বেড়ে যাওয়ায় মধ্য জানুয়ারি পর্যন্ত প্রায় সব টিকেট শেষ। দৈনিক হারে ভ্রমণে আগ্রহী পর্যটকের সংখ্যা গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজারের বেশি। 

এদিকে অভিযোগ উঠেছে, প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও সূক্ষ্ম কারচুপির মাধ্যমে একটি জালিয়াতি চক্র সিন্ডিকেট করে অসাধু অনলাইন এজেন্টদের মাধ্যমে অগ্রিম টিকেট সংগ্রহ করছে এবং পরবর্তীতে চড়াদামে অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে পর্যটকদের কাছে বিক্রি করছে।

অনুসন্ধান বলছে, অন্যের নামে টিকেটে যাত্রা নিষিদ্ধ থাকলেও পর্যটকরা কালোবাজারিদের কাছ থেকে বাড়তি দামে তা সংগ্রহ করে ভ্রমণ করছেন। স্থানীয় ইউনুস, নিশাদ আপন নামে কয়েকজন যুবকের তথ্য পাওয়া গেছে যারা বাড়তি মূল্যে টিকেট বিক্রি করছেন।

ঢাকা থেকে ভ্রমণে আসা রুমেল হাসান নামে এক পর্যটক বলেন, অনলাইনে টিকেট পাইনি, অনেক দূর থেকে এসেছি। ফিরে তো যাব না। তাই এখানে এসে সাড়ে ৪ হাজার টাকায় টিকেট নিয়েছি যদিও অনলাইনে দাম আরও কম ছিল।

অভিযোগ প্রসঙ্গে ইউনুস বলেন, আমরা এজেন্টদের কাছে বাড়তি টাকা দিয়ে টিকেট সংগ্রহ করি। অনেকে গ্রুপ হয়ে আসে তারা আগেই টিকেট কিনে নেয়। আমরা শিক্ষার্থী কোন জালিয়াতি করছি না ব্যবসা করছি।

এদিকে গত ১৪ ডিসেম্বর দেশের একটি গণমাধ্যমে 'সক্রিয় জালিয়াতি চক্র/সেন্ট মার্টিনগামী জাহাজের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি' শিরোনামে টিকেট জালিয়াতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ।

এরপর থেকে কালোবাজারি প্রতিরোধে প্রশাসন ও জাহাজ কর্তৃপক্ষের পক্ষে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে এনআইডি প্রদর্শন ব্যতীত কেউ যেন ভ্রমণ না করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

ই-ট্যুরিজম এসোসিয়েশন অফ বাংলাদেশের পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের হাসান বলেন, টিকেটের নাম অনুযায়ী প্রকৃত এনআইডি হার্ডকপি বা মোবাইলে প্রদর্শন ছাড়া ও উল্লেখিত মোবাইল নং ছাড়া কোনো যাত্রী সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন না। বুধবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে যা কঠোরভাবে কার্যকর করা হবে।

তিনি টিকেট বিক্রয়কারী এজেন্টদের উদ্দেশ্যে বলেন, টিকেট কাটার সময় অবশ্যই প্রকৃত যাত্রীর নাম, মোবাইল এবং এনআইডি নাম্বার সঠিকভাবে দিয়ে টিকেট কাটার জন্য অনুরোধ করছি। ঘাটে চেকিংয়ের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কালোবাজারি প্রসঙ্গে স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর বলেন, এবার টিকেট বিক্রি এবং পর্যটক যাতায়াতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম কাজ করছে। টিকেট বিক্রির সময় এনআইডি নম্বর ব্যবহার, ট্রাভেল পাস জরুরি হওয়ায় কালোবাজারে টিকেট বিক্রির সুযোগ নেই। তবে এক শ্রেণির জালিয়াতি চক্র বিভিন্নজনের এনআইডি ব্যবহার করে অগ্রীম টিকেট সংগ্রহ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছে বলে প্রমাণ মিলেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কালোবাজারি প্রতিরোধে ট্যুরিস্ট পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান সংস্থাটির কক্সবাজার রিজিয়নের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। 

তিনি বলেন, আমরা জাহাজ চলাচল শুরুর পর থেকে পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করে আসছি। ইতোমধ্যে জালিয়াতির বেশ কিছু ঘটনা সামনে আসায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, কালোবাজারির মাধ্যমে পর্যটক হয়রানি কঠোরভাবে দমন করা হবে।

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২২ অক্টোবর ১২টি নির্দেশনাসহ একটি প্রজ্ঞাপন জারি করে।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানিয়েছেন, আমাদের টিম ভোর থেকেই প্রতিদিন দুই প্রান্তের ঘাটে (কক্সবাজার ও সেন্ট মার্টিন) নিয়োজিত রয়েছে। আগত পর্যটকদের পরিবেশ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি অভিযোগ-অনিয়ম তদারকি করা হচ্ছে এবং কোন অনিয়মের প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, যাবেন এভারকেয়ারে Dec 18, 2025
img
বাবার সঙ্গে সর্বশেষ কী কথা হয়েছিল এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর Dec 18, 2025
img
কম্বোডিয়ার ক্যাসিনো হাবে হামলা করেছে থাইল্যান্ড Dec 18, 2025
img
গোপনে ঢাকায় কনসার্ট করছেন আতিফ আসলাম! Dec 18, 2025
img
আবারও দলের প্রধান নির্বাচিত হলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি Dec 18, 2025
img
৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Dec 18, 2025
img
ওসমান হাদি হত্যাচেষ্টা : আদিবাসী সিবিউন ও সঞ্জয় ৩ দিনের রিমান্ডে Dec 18, 2025
img
নায়ক হিসেবে সিয়ামকে পাওয়া আমার ভাগ্য বলেই মনে করি: সুস্মিতা চ্যাটার্জি Dec 18, 2025
img
গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন Dec 18, 2025
img
সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 18, 2025
img
বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি Dec 18, 2025
img
অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ এমটিবি কর্মকর্তা মোজাম্মেল হক ফাহিম Dec 18, 2025
img
মারো না কেন ওদের, প্রশ্রয় দাও কেন? সাদ্দামকে ফোনে কাদের Dec 18, 2025
img
উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার Dec 18, 2025
img
জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন' নিয়ে ফখরুল-কন্যার মন্তব্য Dec 18, 2025
img
২০২৫ সালের সেরা ১০ পাকিস্তানি ড্রামা-ওএসটি Dec 18, 2025
img
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ Dec 18, 2025
img
ব্রাজিলিয়ান ক্লাবের কোচিং থেকে পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি Dec 18, 2025
img
সাড়ে ২২ কোটি টাকার চার্জশিটে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পরিবার Dec 18, 2025
img
ডিপজলের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ সিআইডি Dec 18, 2025