চিত্রনায়ক সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এই সিনেমার নায়িকা কে হচ্ছেন- তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল কৌতূহল। প্রথমে সিয়ামের বিপরীতে সাবিলা নূরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। পরে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে এই সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে ‘রাক্ষস’ সিনেমার ফার্স্ট লুক টিজার প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সূত্র ধরেই এফডিসিতে হাজির হন সুস্মিতা চ্যাটার্জি।
‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সুস্মিতার। এরই মধ্যে কয়েক দিন ধরে ঢাকায় নীরবে সিনেমাটির শুটিং করছেন তিনি।
সংবাদ সম্মেলনে সুস্মিতা বলেন, ‘কলকাতায় অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছি। বাংলাদেশে প্রথমবার মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ হচ্ছে। এ যাত্রায় নায়ক হিসেবে পেয়েছি সিয়ামের মতো একজন অভিনেতাকে। এটা আমার ভাগ্য বলেই মনে করি। আমাদের সিনেমার গল্পও অসাধারণ। আশা করি বাংলাদেশে আমার যাত্রা শুভ হবে।’
টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মডেলিংয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি অভিনয়ে ব্যস্ত। এর আগে ওপার বাংলায় অনিন্দ্য চ্যাটার্জি পরিচালিত ‘প্রেম টেম’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ‘ম্যারাডোনার জুতো’ (২০২১), ‘খেলা যখন’ (২০২২) ও ‘চেঙ্গিজ’ (২০২৩) সিনেমায় উল্লেখযোগ্য চরিত্রে দেখা গেছে তাঁকে।
বাংলাদেশে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘আমি কলকাতার বাইরের মেয়ে। নিজের যোগ্যতার জোরেই আমাকে সেখানে জায়গা করে নিতে হয়েছে। সুপারিশ নয়, অডিশনের মাধ্যমেই সব কাজ পেয়েছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এখানে এসে বুঝেছি, এখানকার মানুষ কতটা আন্তরিক। বিশেষ করে ‘রাক্ষস’ টিমের কেউই আমাকে একবারের জন্যও মনে করায়নি যে আমি অন্য দেশের অভিনেত্রী। এখানে আমি পরিবারের মতো করেই কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাঁকে দীর্ঘ নয় মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, ‘ভালোবাসার কারণে একজন মানুষ কতটা সহিংস হয়ে উঠতে পারে, সেটাই এই সিনেমায় দেখানো হবে। দর্শক বিরক্ত হবে না, বরং পুরোপুরি বিনোদিত হবে।’
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে ‘রাক্ষস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
কেএন/টিএ