লিয়োনেল মেসি দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার উপস্থিত হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণ না হওয়ায় সৃষ্ট বিতর্কে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতি অসংখ্য কটু মন্তব্যের ঝড় ওঠে। নায়িকার পাশে দাঁড়িয়ে এবার সরব হয়েছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনা স্পষ্টভাবে জানিয়েছেন, “শুভশ্রী একজন শিল্পী মানুষ। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সে নিজে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। এখানে তিনি কী করবে বলুন? একজন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই সেখানে উপস্থিত হয়েছেন।” তিনি আরও বলেন, যারা প্রথমবার মেসিকে স্বচক্ষে দেখার আশা করেছিলেন, তাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় দুঃখিত।
রচনা নিজেও কাতার বিশ্বকাপে মেসির খেলা দেখেছেন, তাই তার ব্যক্তিগত কোনো বিশেষ ইচ্ছা ছিল না। তবে ঘটনার পরে শুভশ্রীকে যে আক্রমণ করা হয়েছে, তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। নায়িকার স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তীর পক্ষ থেকেও ইতিমধ্যেই নায়িকার জন্য মুখ খোলা হয়েছে।
শুভশ্রী এই ঘটনায় শুধুমাত্র শিল্পীর দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক ও নেটপাড়ার প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে স্পষ্ট, অভিনেত্রীকে অযথা দায়ী করা হচ্ছে, যা ন্যায্য নয়।
আরপি/এসএন