আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। নতুন রেস্তোরাঁ উদ্বোধনের ঠিক আগের দিনই বড়সড় অস্বস্তিতে পড়লেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে শিল্পার বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি ঘিরে নতুন করে আলোচনায় উঠে এল অভিনেত্রী ও তার স্বামী রাজ কুন্দ্রার নাম। অভিযোগ, প্রায় ষাট কোটি টাকার প্রতারণা সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই অভিযান।
জানা গেছে, সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখার দায়ের করা মামলার পর থেকেই নড়েচড়ে বসে আয়কর দপ্তর। তারই ধারাবাহিকতায় বুধবার দাদারে শিল্পা শেঠীর মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ব্যাস্টিয়ানেও তল্লাশি চালানো হয়। আর তার পরদিন সন্ধ্যাতেই আয়কর আধিকারিকেরা পৌঁছে যান শিল্পার মুম্বইয়ের বাড়িতে।
এই ঘটনার সময়টা শিল্পার জন্য আরও স্পর্শকাতর। কারণ আইনি টানাপোড়েনের মধ্যেই তিনি ঘোষণা করেছিলেন, মুম্বইয়ে আরও একটি নতুন রেস্তোরাঁ চালু করতে চলেছেন। শুক্রবার সকালেই সেই রেস্তোরাঁর উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধনের আগে সামাজিক মাধ্যমে শিল্পা লিখেছিলেন, এই রেস্তরাঁ তার শিকড় ও সংস্কৃতির প্রতি উৎসর্গীকৃত, যেখানে খাবারের স্বাদে বাড়ির অনুভূতি মিলবে। অনুরাগীদের আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, রান্নাঘর সম্পূর্ণ প্রস্তুত, শুধু দরজা খোলার অপেক্ষা।
এদিকে ব্যাস্টিয়ন রেস্তোরাঁ ঘিরেও বিতর্ক নতুন নয়। সম্প্রতি বেঙ্গালুরুর শাখায় নির্ধারিত সময়ের পরেও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগ ওঠে। কর্নাটক সরকারের নির্ধারিত সময়সীমা অমান্য করার অভিযোগে সেখানেও জটিলতার মুখে পড়ে কর্তৃপক্ষ।
সব মিলিয়ে, নতুন উদ্যোগের আনন্দ আর আইনি চাপ দুয়ের মাঝখানেই এখন দাঁড়িয়ে শিল্পা শেঠি। আয়কর দফতরের এই তল্লাশি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন তাকিয়ে বিনোদন মহল।