আধুনিক বাংলা গানের জগতে ফাহমিদা নবী শুধু একজন কণ্ঠশিল্পীই নন; বরং ভিন্নধর্মী সুর ও কণ্ঠশৈলীর এক বিশ্বস্ত নাম। তিনি হাজির হলেন নতুন গান নিয়ে। গানটির শিরোনাম ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’। সম্প্রতি স্পৃহা মাল্টিমিডিয়া প্রকাশিত হয়েছে গানটি।
গীতিকার ও লেখক সোহেল আলমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান।
গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি বেশ মর্মস্পর্শী। গাওয়ার সময় দারুণ ভালা লেগেছিল। সেই গানটি এবার প্রকাশিত হয়েছে।
আমার বিশ্বাস, গানটি শোনার পর শ্রোতারা ভিন্ন রকম অনুভূতি পাবেন।’
গীতিকার সোহেল আলম বলেন, ‘গানটি মুক্তিযুদ্ধের স্মৃতি, বেদনা ও প্রত্যাশাকে ভেবে লেখা হয়েছে। ভিডিওটিতেও ১৯৭১ সালের প্রেক্ষাপটকে নান্দনিক ও সংবেদনশীল ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।
এসএন