বলিউড ছবিতে প্রবীণ অভিনেতা রাকেশ বেদি ও ২০ বছর বয়সী সারা অর্জুনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে উঠেছে। ‘ধুরন্ধর’ ছবিতে অনস্ক্রিন বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করা এই জুটিকে ঘিরে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, রাকেশ ছবির শুটিংয়ে সারার কাঁধে চুমু দিয়েছেন। ঘটনার পরই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অভিনেতা রাকেশ বেদি অবশেষে সংবাদমাধ্যমের সামনে স্পষ্টতা এনেছেন। তিনি জানান, সারার বয়স তার নিজের বয়সের অর্ধেকেরও কম, এবং তিনি অনস্ক্রিনে নিজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। শুটিং চলাকালীন সময়ে সারার সঙ্গে আলিঙ্গন বা সখ্যপূর্ণ আচরণ করা স্বাভাবিক, যেটি সাধারণত কন্যা ও বাবার মধ্যকার সম্পর্কের মতোই। রাকেশ বলেন, “লোকেরা আমাদের সম্পর্ক বোঝেননি। সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয়ই ভুল ব্যাখ্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি কেন খারাপ মানসিকতা নিয়ে সারাকে চুমু দেব? ওর মা-বাবাও উপস্থিত ছিলেন। শুটিং চলাকালীন আলিঙ্গন হয়েছিল, কিন্তু দূর থেকে কিছু মানুষ তা অন্যভাবে দেখেছে। পুরো বিষয়টি অর্থহীন।” রাকেশ বেদি ছবিতে প্রবীণ পাক রাজনীতিক জামিল জামিলির ভূমিকায় অভিনয় করেছেন, আর তার অনস্ক্রিন মেয়ে সারার চরিত্রের নাম ইয়ালিনা জামিলি।
উল্লেখযোগ্য, ‘ধুরন্ধর’ বক্স অফিসে এখনও ঝড় তুলেছে। মুক্তির দু’সপ্তাহের মধ্যে দেশের নেট কালেকশন ৪৬০ কোটি, গ্রস কালেকশন ৫৫২ কোটি, এবং বিশ্বজুড়ে ৭০০ কোটি অঙ্ক ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান রেকর্ড ভাঙা এই ধারাবাহিকতা শিগগিরই আরও বড় রেকর্ড স্থাপন করবে।
আরপি/এসএন