প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির পরিচালনায় ব্যস্ত অরিজিৎ। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। খবর, মেয়ের সঙ্গে নওয়াজও অভিনয় করছেন।
কাকপক্ষীকেও টের পেতে দিচ্ছেন না! শুটিংয়ের দিন সেটে এসে হাতে চিত্রনাট্য পাচ্ছেন সকলে। তার পরেও ফাঁস গায়ক-পরিচালক অরিজিৎ সিংহের আগামী ছবির খবর। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখছেন নওয়াজউদ্দিন সিদ্দীকীর কন্যা শোরা সিদ্দীকী!
ইতিমধ্যেই শোরা বেশ কিছু দিন শুটিং করে ফেলেছেন বলেই খবর। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির পরিচালনায় ব্যস্ত অরিজিৎ। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। বোলপুরে দফায় দফায় শুটিং করেছেন তিনি। সূত্রের খবর, একপ্রস্থ শুট শেষ করে আপাতত তিনি বিদেশে (সম্ভবত দুবাই) গানের মঞ্চানুষ্ঠানে। সেই পর্ব মিটলে ফের শুরু হবে শুটিং। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির প্রতীক্ষায়। তার আগেই তিনি হিন্দিতে পরিচালনা করছেন ‘ভয়’।
শোনা যাচ্ছে, ছবিতে মেয়ের পাশাপাশি অভিনয় করেছেন নওয়াজও। আপাতত শুটিং সেরে গিয়েছেন আর এক বাঙালি বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
এবি/টিকে