সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে হরিয়ানার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন ঝাড়খণ্ডের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। জাতীয় দলে ব্রাত্য এই তারকা ৪৯ বলে করেছেন বিধ্বংসী ১০১ রান। তার ব্যাটে ভর করেই প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল ঝাড়খণ্ড।
১০টি ছক্কা ও ৬টি চারে সাজানো এই ইনিংসে মাত্র ৪৫ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ইশান। এটি ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তার পঞ্চম শতক। ৬২ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করে তিনি অভিষেক শর্মার সঙ্গে এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন।
এছাড়া চলতি আসরে ইশান হাঁকিয়েছেন ৩৩টি ছক্কা, যা কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে উইকেটকিপার-অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি (আইপিএল ২০১৮) ও নিকোলাস পুরানের (আইএলটি২০, ২০২৩–২৪)। দুজনেরই ৩০টি করে ছক্কা আছে।
এই শতকের মাধ্যমে জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে বাধ্য করলেন ইশান। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে খেলেছেন ভারত ‘এ’ দলে। তবে টি-টোয়েন্টি দলে আপাতত তার চেয়েও এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা।
বৃহস্পতিবার ফাইনালে কিশানের বিধ্বংসী শতকে ভর করেই ঝাড়খণ্ড ৬৯ রানে হরিয়ানাকে হারিয়ে প্রথমবারের মতো সৈয়দ মুস্তাক আলি ট্রফির শিরোপা জেতে। ভারতের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টি-টোয়েন্টি আসরের ১২তম চ্যাম্পিয়ন দলটি। ইশানের ১০১ রানের ইনিংসের সুবাদে এদিন ঝাড়খণ্ড প্রথমে ব্যাট করে তোলে ২৬২ রানের বিশাল সংগ্রহ। পরে ১৯৩ রানেই অলআউট হয় হরিয়ানা।
পিএ/টিএ