ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ করেছে জুলাই আন্দোলনের সাধারণ ছাত্র-জনতা। এ সময় পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবি আদায়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জুলাই ২৪ চত্বরে দোহার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা জুমার নামাজের পর জুলাই ২৪ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জয়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
এনসিপির নেতা রাসেল আহমেদ বলেন, হাদি ভাই সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলতেন। জুলাই আন্দোলনের সম্মুখসারির এক যোদ্ধারা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হতে চললেও প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা নিতে পারেনি। এ সরকার আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ হত্যার বিচারের দাবিতে বাধ্য হয়েই আজ আমরা বিক্ষোভ মিছিল করছি। এমন বিক্ষোভ যেন আর করতে না হয়, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দোহার উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি ভাই আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি এখন প্রস্তুত। যতদিন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদি ভাইয়ের খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকরের কাছে শহীদ ওসমান হাদির হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফ্যাসিবাদীদের গ্রেফতার এবং পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবি আদায়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ইউটি/টিএ