শেষ পর্যন্ত পর্দা নামল আলোচিত অখণ্ড সিরিজের। ব্যাপক প্রচার, বড় প্রত্যাশা আর উচ্চ বাজেট নিয়েও দর্শকের সঙ্গে সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে দ্বিতীয় কিস্তি। এর জেরেই বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন নির্মাতারা। সেই বাস্তবতা মাথায় রেখেই অখণ্ডের তৃতীয় কিস্তি নির্মাণের সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। এক সময় যে ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে তৈরি হয়েছিল দীর্ঘ পথচলার স্বপ্ন, তা এবার থেমে গেল হঠাৎ করেই।
পরিচালক বয়াপাটি শ্রীনু প্রথম কিস্তিতেই ইচ্ছাকৃতভাবে গল্পে রহস্য রেখে ভবিষ্যৎ পর্বগুলোর ইঙ্গিত দিয়েছিলেন। অখণ্ডকে ঘিরে তৈরি হচ্ছিল বিস্তৃত এক চলচ্চিত্রজগৎ। কিন্তু দ্বিতীয় কিস্তির দুর্বল গ্রহণযোগ্যতা সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা থাকলেও প্রথম ছবির মতো সাফল্য আর ফিরে আসেনি।
ফলে নির্মাতারা নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। অখণ্ড নামেই আর এগোনো হচ্ছে না। তবে এর অর্থ এই নয় যে বালাকৃষ্ণ ও বয়াপাটি শ্রীনুর জুটি ভেঙে যাচ্ছে। বরং তারা আবারও একসঙ্গে নতুন একটি সামাজিক ও বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, সেই ছবির আবহ ও ধারা সিংহ ও লেজেন্ডের মতো আগের জনপ্রিয় কাজগুলোর স্মৃতি ফিরিয়ে আনবে।
অর্থাৎ অখণ্ড অধ্যায়ের এখানেই ইতি টানলেও, দর্শকের জন্য নতুন গল্প আর নতুন চরিত্র নিয়ে ফিরতে প্রস্তুত এই সফল জুটি। নাম বদলালেও প্রত্যাশা যে এখনো অটুট, তা বলাই বাহুল্য।
এমকে/টিএ