বলিউডের প্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত সম্প্রতি ভাগ করেছেন একটি ভয়াবহ অভিজ্ঞতা, যা তাঁর এবং পরিবারের জন্য গভীর আতঙ্কের মুহূর্ত তৈরি করেছিল। তাঁর জনপ্রিয় ছবি ‘তেজ়াব’-এর মুক্তির সময় এই ঘটনা ঘটে। মুম্বইয়ের আন্ধেরিতে তখন পরিবারের সঙ্গে থাকতেন মাধুরী।
সাক্ষাৎকারে মাধুরী বলেন, “এক পূর্ণবয়স্ক ব্যক্তি আমাদের বাড়িতে হাজির হন এবং দরজায় কড়া নাড়েন। সঙ্গে তাঁর সমস্ত বাক্সপ্যাঁটরা নিয়ে এসেছিলেন। আমার মা রীতিমতো অবাক হয়ে যান।” জানা গেছে, সেই ব্যক্তি প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন, তিনি এখান থেকে চলে যাবেন না। বরং তিনি দাবি করেন, মাধুরী তাঁকে দত্তক নিন এবং পরিবারের অংশ হিসেবে গ্রহণ করুন।
পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে প্রতিবেশীদের সাহায্য নিতে হয়েছিল। মাধুরী জানালেন, “আমরা প্রতিবেশীদের বাড়ি গিয়ে বলি, ‘কিছু একটা করুন’। তাঁদের সাহায্যে ওই ব্যক্তি অবশেষে একটি গাড়িতে তুলে তাঁর বাড়িতে পাঠানো হয়।” এই ঘটনায় মাধুরী ও তাঁর পরিবার যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। সেই অভিজ্ঞতার পরেই মাধুরী ও পরিবারের সিদ্ধান্ত হয় আন্ধেরি থেকে জুহুতে স্থানান্তরিত হওয়ার।
উল্লেখ্য, সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে মাধুরীর ছবি ‘মিসেস দেশপাণ্ডে’। এতে তিনি এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মাঝে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তবে ব্যক্তিগত জীবনের এমন ভীতিকর ঘটনা দেখিয়ে মনে হচ্ছে, সেই অভিজ্ঞতা অভিনেত্রীকে দীর্ঘ সময় ধরে স্মরণীয় হয়ে থাকবে।
এমকে/টিএ