বলিউড বাদশা শাহরুখ খানের ‘মন্নত’-এর অন্দরমহল দেখা বহু সিনেমাপ্রেমীর স্বপ্ন। কিন্তু এই প্রাসাদে ঢোকার আগে অতিথিদের অবশ্যই খেয়াল রাখতে হয় নায়কের বিশেষ কিছু বিষয়।
সম্প্রতি পরিচালক ও প্রযোজক করণ জোহর ফাঁস করেছেন এমনই এক গোপন তথ্য। তিনি জানিয়েছেন, নিজে কখনও শাহরুখের সামনে ভুল পোশাক পরে যান না। বিশেষ করে জিন্সের ফিটিংস নিয়ে নায়ক অত্যন্ত খুঁতখুঁতে।
করণ জানালেন, “জিন্সের সঠিক ফিটিং না হলে শাহরুখ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। ভুল মাপের জিন্স পরে গেলে তিনি ধরে নেবেন আপনি ঠিক মতো মানুষ নন। তাই মন্নতে আমি কখনও জিন্স পরে যাই না।”
শাহরুখ খানের অভিনয়জীবনের শুরুর সময় থেকে কর্ণের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কর্ণ সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন। সেই সময় নায়কের পোশাকের সব দায়িত্বই তাঁর উপর ছিল। তখনই তিনি নায়ককে পরামর্শ দিয়েছেন কোন ধরনের জিন্সে সবচেয়ে সঠিকভাবে দেখাবে।
করণ বলেন, এত বছর পরও শাহরুখের এই খুঁতখুঁতে স্বভাব এতটা প্রভাবশালী যে তিনি নিজেও জিন্সের প্যান্ট পরে নায়কের সামনে দাঁড়াতে ভয় পান। নায়কের জন্মদিন, দীপাবলি বা ছবির সাফল্যের অনুষ্ঠানে এই পোশাক-নির্দেশনা মেনে চলাই নিরাপদ।
শাহরুখের খুঁতখুঁতে পোশাকের বিষয়টি প্রকাশ্যে এলেও, এটি তাঁর অতিথিপরায়ণতার সঙ্গে মিলে যায়। নায়ক যত্নসহকারে দেখেন অতিথি কেমন উপস্থাপন করছেন, আর তাতেই বোঝা যায় তার অভ্যর্থনার গভীরতা।
এমকে/টিএ