বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু এখন টলিপাড়ার নতুন আলোচিত নায়িকা। ‘প্রজাপতি ২’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। ছোটবেলা থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত জ্যোতির্ময়ী কুণ্ডু কলকাতার ধারাবাহিক ও চলচ্চিত্র জগতে নিজের জায়গা পাকাপাকি করার পথ পেরেছেন কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে।
জ্যোতির্ময়ী জানালেন, প্রতিদিন বর্ধমান থেকে কলকাতা যাতায়াত করতে হত। মা-বাবা সর্বদা পাশে ছিলেন এবং কখনও রক্ষণশীলতার নামে তাঁকে বাধা দেননি। প্রথমবার সুযোগ পান ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করার মাধ্যমে। ছবিটি দেখে এক ফটোশুটের প্রস্তাব আসে, যা নিয়ে প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও পরে তিনি আশ্বস্ত হন।
ধারাবাহিক ‘বধূঁয়া’-তে অভিনয়ের পর বড়পর্দায় কাজের সুযোগ আসে। মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জ্যোতির্ময়ীর জন্য নতুন মাত্রা এনে দিয়েছে। শুটিংয়ের সময় প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এত বড় তারকাদের সঙ্গে কাজ করছেন। তবে এতে অভিনয় করা সহজও হয়ে যায়।
জ্যোতির্ময়ী কুণ্ডু আপাতত ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার ‘প্রজাপতি ২’-এর দিকে তাকিয়ে রয়েছেন। অভিনেত্রী জানালেন, ছোটপর্দার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বন্ধ নয়, তবে বড়পর্দার কাজ এখনই তাঁর জন্য অগ্রাধিকার।
এমকে/টিএ