বলিউড তারকা হৃত্বিক রোশন সম্প্রতি নিজের জীবনের প্রেরণাদায়ক বার্তা দিয়ে সমালোচক ও ভক্তদের মন জয় করেছেন। তিনি বলেন, “নিজের জীবন বদলানোর ক্ষমতাই সবচেয়ে বড় সুপারপাওয়ার। তাই নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পারবে।”
হৃত্বিকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। তরুণ প্রজন্মের কাছে এটি এক প্রেরণার বার্তা হিসেবে কাজ করছে। তার বক্তব্যের মূল থিম হলো আত্মবিশ্বাস। কঠিন সময় আসবেই, কিন্তু নিজের সক্ষমতার প্রতি আস্থা রাখলেই যেকোনো চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব।
তিনি আরও যোগ করেছেন, কেউই আপনার জীবন বদলাতে পারে না; নিজের সিদ্ধান্ত, পরিশ্রম ও অধ্যবসায়ই পরিবর্তনের চাবিকাঠি। অনেকে ইতিমধ্যেই হৃত্বিকের এই বার্তাকে জীবনে প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
বলিউডের ‘হিরো’ হৃত্বিক রোশন শুধু সিনেমার জন্য নয়, জীবনের বাস্তব শিক্ষা দেওয়ার জন্যও ভক্তদের প্রেরণা দিচ্ছেন।