হিন্দি ছোটপর্দার আলোচিত অভিনেতা শালীন ভনোটকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। বলিপাড়ায় গুঞ্জন, দ্বিতীয় বার বিয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই একা রয়েছেন শালীন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই ইঙ্গিত দিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা চাইছেন তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করুন।
শালীন জানিয়েছেন, তাঁর বন্ধুবান্ধব, ভাইবোন প্রায় সবাই সংসারী। পরিবারের একমাত্র অবিবাহিত সদস্য হিসেবে তিনিই নাকি এখন সকলের চাপে রয়েছেন। তবে বিয়ের সিদ্ধান্ত একা নেবেন না বলেও স্পষ্ট করেছেন অভিনেতা। তাঁর কথায়, মা–বাবার সম্মতি ছাড়া জীবনের কোনও বড় সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তাঁদের কাছেই তাঁর সব কিছু নির্ভরশীল।
তবে শালীন ভনোটের ব্যক্তিগত জীবন মানেই বিতর্ক। ২০০৯ সালে অভিনেত্রী দলজীত কৌরের সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সম্পর্ক ভাঙনের পর থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয়েছিল ছোটপর্দা। দলজীত অভিযোগ করেছিলেন, গার্হস্থ্য হিংসা ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি। ২০১৪ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হলেও, বাবা হিসেবে শালীন কোনও দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী।
এই বিতর্ক থামেনি সেখানেই। পরে টেলিভিশন অভিনেত্রী টিনা দত্তও শালীনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের অন্দরে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে আলোচনা হলেও, টিনা দাবি করেছিলেন শালীনের সঙ্গে দীর্ঘদিন থাকা অসম্ভব। এমন মন্তব্যে নতুন করে সমালোচনার মুখে পড়েন অভিনেতা।
এত বিতর্ক, অভিযোগ আর ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটার মাঝেও কি তবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শালীন ভনোট? বিয়ের নির্দিষ্ট সময় এখনও জানাননি তিনি। তবে অভিনেতার বক্তব্যে স্পষ্ট, পরিবারের সম্মতি পেলেই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। অতীতের ছায়া পেরিয়ে সামনে এগোনোর এই ইঙ্গিতই এখন চর্চার কেন্দ্রে।
এমকে/টিএ