৪৫ বছরে পা দিলেও কারিনা কাপুরের আভিজাত্য এবং শরীরী সৌষ্ঠব এখনও অনুরাগীদের চোখ ধাঁধায়। তবে নিয়মিত ডায়েট মেনে চলা এই নায়িকা সম্প্রতি এক মজার মুহূর্তে দেখা দিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারিনা সামুচায় কামড় দিয়ে খেলেন, আর সেই সময় ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর ক্যামেরাবন্দি করেন। ভিডিওতে করণ মজা করে কারিনাকে ‘কার্বি ডল’ ডাকেন এবং বলেন, “তোমার জন্য গর্বিত বেবো! তুমি একটা কার্বি ডল।” এই ভিডিও মুহূর্তে নেটিজেনরা আনন্দে মত্ত হয়েছেন।
কারিনার খাবারের প্রতি আগ্রহ নতুন নয়। নীতু কাপুর তার কাকিমা হিসেবে একাধিকবার কারিনাকে খাওয়ার সময় ধমক দিয়ে দেখেছেন। নেটফ্লিক্সের ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’ শোয় নীতু বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনাকে বেকড খাবার খেতে দেখেছেন এবং ধমক দিয়েছেন। করিনা তার যুক্তি দিয়েছিলেন, গর্ভবতী অবস্থায় খাওয়া স্বাভাবিক। এমন মুহূর্তগুলোই করিনার খাদ্যপ্রীতির পরিচয় বহন করে।
কারিনার ও করণ জোহরের সম্পর্ক বহু বছরের। ২০০১ সালে ‘কভি খুশি কভি গম’-এ তাদের প্রথম দেখা এবং সেই বন্ধুত্ব আজও অটুট। সাম্প্রতিক ভিডিওতে এই বন্ধুত্বের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে।
কারিনার এই সরল, মজাদার আচরণ এবং বন্ধুর সাথে উষ্ণ মুহূর্ত প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা অনুরাগীদের মন কেড়েছে।
আরপি/টিকে