বেটিং অ্যাপ মামলায় টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে এই মামলায় দেশের কিছু পরিচিত ক্রিকেটার এবং সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা, বলিউডের উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মা।
সংবাদ অনুযায়ী, আজ শুক্রবার মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মিমির সম্পত্তি ৫৯ লাখ, অঙ্কুশের ৪৭.২০ লাখ, যুবরাজের ২.৫ কোটি, রবিনের ৮.২৬ লক্ষ, উর্বশীর ২.০২ কোটি, সোনুর ১ কোটি এবং নেহার ১.২৬ কোটি টাকার। উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ১xBet নামের বেআইনি বেটিং অ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এ ঘটনায় বিভিন্ন তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে। দিল্লিতে ডেকে মিমিকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছে। অঙ্কুশকেও তদন্তের আওতায় আনা হয়েছে। এর আগে ধাওয়ান ও রায়নার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
এই ঘটনার পর টলিউড ও বলিউডের তারকাদের মধ্যে নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মামলার প্রভাব সম্প্রসারণ পেতে পারে বলেও মনে করা হচ্ছে।
আরপি/টিকে