হাদির জানাজায় লাখো মানুষের সমাগম বার্তা দিচ্ছে এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি বলে জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার পর ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আসিফ লেখেন, ‘প্রিয় সহযোদ্ধা হাদি ভাইয়ের কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আপামর জনসাধারণের মাঝে। ওসমান হাদির জানাজায় লাখো মানুষের এই সমাগম বার্তা দিচ্ছে আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।
ইনকিলাব জিন্দাবাদ।’
এরআগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। এ নামাজে জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে ওসমান হাদির স্মরণে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মত লোক আসছে, সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, তারা তাকিয়ে আছে, হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা বাংলাদেশি আছে, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।
এমকে/টিএ